ঢাকাশুক্রবার , ২৭ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ইসরাইলি গণহত্যার প্রতিবাদে গাজী বুরহান উদ্দিন রহ. উলামা পরিষদের বিক্ষোভ সমাবেশ

rising sylhet
rising sylhet
অক্টোবর ২৭, ২০২৩ ৫:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ads

গাজায় ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরাইলি গণহত্যার প্রতিবাদে গাজী বুরহান উদ্দিন রহ. উলামা পরিষদের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নগরীর কুশিঘাট বাজারে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, স্বাধীন-সার্বভৌম ফিলিস্তিন আল-আকসা মুসলমানদের প্রথম কেবলা। আল-আকসা মুসলমানের পুণ্য ভূমি। এটি মুসলিম উম্মাহর সম্পদ। এ সম্পদ রক্ষার দায়িত্ব শুধু ফিলিস্তিনিদের নয়, এ দায়িত্ব গোটা মুসলিম উম্মাহর। দীর্ঘ প্রায় আট দশক ধরে দখলদার ইসরাইল গাজা দখল করে হত্যাযজ্ঞ চালিয়ে আসছে। আর ইসরাইলকে সহায়তা করছে পশ্চিমাগোষ্ঠী। স্বাধীন রাষ্ট্রপ্রতিষ্ঠা ছাড়া ফিলিস্তিন সমস্যার কোনো সমাধান হবে না। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দখলদার ও মধ্যপ্রাচ্যের বিষফোঁড়াখ্যাত ইসরাইলের বিষদাঁত উপড়ে ফেলতে হবে।

দীর্ঘ ৮০ বছর ধরে ইসরাইলিরা ফিলিস্তিনের মুসলমানদের ওপর বর্বর গণহত্যা চালাচ্ছে যা অত্যন্ত জঘন্যতম। এখন সময় এসেছে বিশ্ব নেতৃবৃন্দ এক হয়ে তাদের অত্যাচার ও পৈশাচিকতার বিরুদ্ধে রুখে দাঁড়াবার।

গাজী বুরহান উদ্দিন রহ. উলামা পরিষদের প্রধান উপদেষ্টা মাওলানা শায়খ নাসির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা হোসেইন আহমদ এবং মাওলানা মুহিবুর রহমান লাদেনের যৌথ পরিচালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, হযরত মাওলানা ক্বারী আব্দুর রহিম কদম রুসুলী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান হাফিজ মাওলানা মইনুল ইসলাম আশরাফী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, গাজী বুরহান উদ্দিন রহ. উলামা পরিষদের উপদেষ্টা মন্ডলীর সদস্য হযরত মাওলানা মুহিব্বুর রহমান, উপদেষ্টা মাওলানা আব্দুল করিম, সহ সভাপতি মাওলানা ফাইয়াজ আহমদ, মাওলানা হাফিজ জুনায়েদ আহমদ, মাওলানা উবায়দুল্লাহ, মাওলানা মুফতি আনোয়ার হোসেইন, হাফিজ মোশাহিদ আলী, মাওলানা সুলায়মান আহমদ হেকীমী, সহ সাধারণ সম্পাদক মাওলানা ইমরান আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আলী আকবর, মাওলানা তাজুল ইসলাম, মাওলানা সুলতান মাহমুদ, কোষাধ্যক্ষ মাওলানা খায়রুল আমিন চৌধুরী প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।