
রাইজিংসিলেট- দক্ষিণ ইসরায়েলের সিদে তাইমান সামরিক ঘাঁটিতে এক ইসরায়েলি সেনার মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনা ঘটেছে বুধবার, ৯ জুলাই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেনাটি আত্মহত্যা করেছেন।
ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মৃত্যুর কিছুক্ষণ আগেই ওই সেনাকে সামরিক পুলিশ জিজ্ঞাসাবাদ করেছিল। তবে সেটি কোনও সামরিক অভিযানের সঙ্গে সম্পর্কিত নয় বলে জানানো হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে সেনাবাহিনী।
উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বর মাসে ইসরায়েলি পত্রিকা ইয়েদিওথ আহরোনোথ জানায়, ওই বছর অন্তত ছয়জন ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন। দীর্ঘমেয়াদি যুদ্ধ, বিশেষ করে গাজা ও লেবানন ফ্রন্টে চলমান সংঘর্ষ থেকে উদ্ভূত মানসিক চাপে এই আত্মহত্যাগুলোর প্রবণতা বেড়েছে বলে মনে করা হচ্ছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।