ঢাকামঙ্গলবার , ৭ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ইসলামি বক্তার জিহ্বা কেটে নেয়ার মামলায় ২জন গ্রেপ্তার

rising sylhet
rising sylhet
মার্চ ৭, ২০২৩ ৫:০৭ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. জাক্কু (৪৮)। পুলিশ বিজয়নগর উপজেলার শ্রীপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে। এ ছাড়া আরেকজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তদন্তের স্বার্থে তার নাম-পরিচয় জানানো হয়নি। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাওলানা শরীফুল ইসলাম ভূঁইয়া নামে ইসলামি বক্তার ওপর হামলা চালিয়ে জিহ্বা কেটে নেয়ার মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৫ মার্চ) আহত ইসলাম বক্তার চাচা মাওলানা আবদুল বাছির ভূঁইয়া বাদী হয়ে মামলা দায়ের করেন।

এর আগে শনিবার (৪ মার্চ) দিবাগত রাতে ওয়াজ মাহফিল শেষে বাড়িতে ফেরার পথে আখাউড়ার রামধননগর এলাকায় মাওলানা শরীফুল ইসলাম (৩৮) এরপর ওপর হামলা চালিয়ে ছুরি দিয়ে জিহ্বা কেটে দেয় দুর্বৃত্তরা।

আহত শরীফুল ইসলাম ভূঁইয়া সদর উপজেলার চাপুইর গ্রামের মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার ছেলে এবং বিজয়নগর উপজেলার শ্রীপুর ইসলামিয়া ফাজিল মাদরাসার আরবি প্রভাষক। দেশের বিভিন্ন জায়গার ওয়াজ মাহফিলে তিনি বক্তা হিসেবে পরিচিত।

এ ঘটনায় করা মামলায় সদর উপজেলার ঘাঁটিয়ারা গ্রামের মো. রায়হান (৩০) ও বিজয়নগর উপজেলার শ্রীপুর গ্রামের মো. জাক্কুর (৪৮) নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে সাতজনকে আসামি করা হয়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম বলেন, আহত ব্যক্তির চাচা বাদী হয়ে দুজনের নাম উল্লেখ করে একটি মামলা করেছেন। মামলার ২ নম্বর আসামি জাক্কুকে বিজয়নগরের শ্রীপুর থেকে রোববার বিকেলে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া র‍্যাব আরেকজনকে গ্রেপ্তার করেছে। এখনো তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।