ঢাকারবিবার , ২০ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

আমিরের শারীরিক অবস্থার খোঁজ নিতে তার বাসায় গেছেন- ধর্মবিষয়ক উপদেষ্টা

rising sylhet
rising sylhet
জুলাই ২০, ২০২৫ ৫:০৫ অপরাহ্ণ
Link Copied!

ads

অন্তর্র্বতী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নিতে তার বাসায় গেছেন ।

সেখানে তিনি ডা. শফিকুর রহমানের বর্তমান শারীরিক অবস্থার খোঁজ নেন এবং দ্রুত আরোগ্যের জন্য দোয়া করেন।

রোববার (২০ জুলাই) দুপুরে তিনি ঢাকার বাসায় গিয়ে জামায়াত আমিরের সঙ্গে দেখা করেন।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরীর আমির ফখরুল ইসলাম এবং ঢাকা মহানগরী উত্তরের মেডিকেল থানা আমির ডা. খালিদুজ্জামান।

এদিকে জামায়াত আমিরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি নিজের প্রেস সচিব শফিকুল আলমকে হাসপাতালে পাঠান।

এক ফেসবুক পোস্টে জামায়াত আমির ডা. শফিকুর রহমান প্রধান উপদেষ্টা ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন।

গতকাল শনিবার (১৯ জুলাই) রাতে হাসপাতাল থেকে বাসায় ফেরেন জামায়াত আমির। এর আগে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

অসুস্থতার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাৎক্ষণিকভাবে হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নেন।

এ ছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দেশ-বিদেশের অনেক নেতা-কর্মী ও শুভানুধ্যায়ী তাঁর জন্য খোঁজখবর নেন ও সুস্থতা কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।