
সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের মামার বাজার এলাকায় পরিবেশগতভাবে সংকটাপন্ন এলাকা (ইসিএ) থেকে অবৈধভাবে টিলা কেটে পাথর উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, জাফলং ইন হোটেলের ঠিক উত্তর দিকে এবং মেঘনা–২ স্টোনক্রাশারের পশ্চিম পাশের একটি টিলায় দিনের বেলা প্রকাশ্যে পেলোডার ব্যবহার করে পাথর তোলা হচ্ছে।
অভিযোগে বলা হয়েছে, একটি সঙ্গবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে ইসিএ এলাকায় টিলা কেটে পাথর লুট করে নিচ্ছে। এতে এলাকার প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয়দের মতে, রিয়াজ আহমেদ, রাব্বি আহমেদ ও ফারহান আহমেদ (তিনজনের পিতা: আব্দুল বাইছ), নজরুল ইসলাম (পিতা: মৃত ছমির আলী) এবং রিয়াদ আহমেদ (পিতা: নজরুল ইসলাম) এই অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাদের নেতৃত্বেই চলছে অবৈধ পাথর উত্তোলনের কার্যক্রম।
এভাবে টিলা কেটে পাথর উত্তোলনের ফলে যে কোনো সময় টিলার ওপর থাকা বসতবাড়ি ধসে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
এ বিষয়ে জানতে স্থানীয় বিট অফিসার তানজিলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং ইসিএ এলাকায় সব ধরনের অবৈধ কার্যক্রম বন্ধে কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।