ঢাকাবুধবার , ৪ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ঈদের আগে কর্মদিবস আজ শেষ, কাল থেকে ঈদের ছুটি

rising sylhet
rising sylhet
জুন ৪, ২০২৫ ১১:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ মঙ্গলবার (৪ জুন) সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস। আগামী বৃহস্পতিবার (৫ জুন) থেকে শুরু হচ্ছে টানা ১০ দিনের ছুটি, যা চলবে ১৪ জুন পর্যন্ত। এ সময় সব সরকারি অফিস বন্ধ থাকবে এবং ১৫ জুন (শনিবার) থেকে অফিস কার্যক্রম আবার শুরু হবে।

ঈদ উপলক্ষে সরকার চলতি বছরের অন্যতম দীর্ঘ ছুটির ব্যবস্থা করেছে। গত ৬ মে সচিবালয়ে উপদেষ্টা পরিষদের এক বৈঠকে ১১ ও ১২ জুন (মঙ্গলবার ও বুধবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণার সিদ্ধান্ত হয়। একইসঙ্গে ঈদের আগে ১৭ ও ২৪ মে, দুই শনিবার অফিস খোলা রাখার সিদ্ধান্তও গৃহীত হয়, যাতে করে সরকারি কর্মদিবসের ভারসাম্য রক্ষা হয়।

পরবর্তীতে জনপ্রশাসন মন্ত্রণালয় ৭ মে প্রজ্ঞাপন জারি করে ১১ ও ১২ জুনের ছুটি নিশ্চিত করে এবং জানায়, আগেই নির্ধারিত ১৭ ও ২৪ মে অফিস খোলা থাকবে।

এর ফলে ঈদুল আজহার আগে-পরে মিলিয়ে এবার সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন টানা ১০ দিনের ছুটি, যা সাম্প্রতিককালের সবচেয়ে দীর্ঘ ঈদ ছুটির একটি।

এর আগে ঈদুল ফিতরে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ৯ দিনের ছুটি পেয়েছিলেন তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।