ঢাকাশনিবার , ১৫ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

উদ্বোধনের দুই মাসের মধ্যেই সিকৃবি অডিটোরিয়ামে ফাটল

rising sylhet
rising sylhet
মার্চ ১৫, ২০২৫ ১১:২৭ অপরাহ্ণ
Link Copied!

ads

সি.কৃ.বি. প্রতিনিধি :সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) নবনির্মিত কেন্দ্রীয় অডিটোরিয়ামে উদ্বোধনের দুই মাসের মধ্যেই ফাটল দেখা দিয়েছে। প্রায় ৩৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই অডিটোরিয়ামের ছাদ ও কলামের বিভিন্ন অংশে ফাটল স্পষ্ট হয়ে উঠেছে। পাশাপাশি দেয়াল ও ছাদ স্যাঁতসেঁতে হয়ে পড়েছে, কিছু জায়গায় শেওলা জমেছে, এবং রং খসে পড়ছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ও যন্ত্রপাতি ব্যবহারের অভিযোগ উঠেছে, যা ভবনের স্থায়িত্ব ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে।

শিক্ষার্থীদের দাবি, শুরু থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করেছে। এ নিয়ে তারা মৌখিকভাবে মানসম্মত সামগ্রী ব্যবহারের অনুরোধ জানালেও তা উপেক্ষা করা হয়েছে। ফলস্বরূপ, ভবনের পিলার, ছাদ, দেয়াল ও মেঝেতে ফাটল দেখা দিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক ও কর্মকর্তা অভিযোগ করেন, বিগত প্রশাসনের দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে অডিটোরিয়াম নির্মাণকাজের মান খুবই নিম্নমানের হয়েছে। ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. কামাল হোসেন মোল্লা ও নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অদক্ষ ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়া ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ রয়েছে। এ ছাড়া, প্রকৌশল দপ্তরে অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করায় তত্ত্বাবধায়ক প্রকৌশলী কামরুল ইসলাম ও সহকারী এস্টেট অফিসার আশফাক আহমেদকে অন্য শাখায় বদলি করা হয়েছে বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা জানান, অডিটোরিয়ামের নির্মাণকাজ ২০১৩ সালে শুরু হয়ে ২০১৮ সালে শেষ হওয়ার কথা থাকলেও প্রশাসনিক জটিলতার কারণে ১২ বছর পর শেষ হয়েছে।

এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. কামাল হোসেন মোল্লা বলেন, “অডিটোরিয়ামের প্লাস্টারে খালি চোখে দেখা যায় না এমন ফাটা দেখা দিয়েছে। এটাতে স্থাপনার কোন ক্ষতি হবে না।তাকে বিতর্কিত করার জন্য একটি মহল এটাকে বড় করার চেষ্টা করছে।”

তবে অডিটোরিয়ামের বর্তমান অবস্থা দেখে শিক্ষার্থী ও শিক্ষকরা উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন

আইনুল হক, সি.কৃ.বি. প্রতিনিধি
মোবাইল :০১৭৬৩৩৭০৬০৯

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।