
কানাইঘাটে থানাপুলিশের অভিযানে উপজেলা ছাত্রলীগের সভাপতি রাওয়ান আহমদকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে কানাইঘাট উপজেলায় অভিযানটি পরিচালনা করা হয়।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশ নেন এসআই (নিঃ) মোঃ নূর হোসেন, এসআই (নিঃ) সোহাগ চৌধুরী, এসআই (নিঃ) শৈলেশ চন্দ্র দাস, এসআই (নিঃ) দুর্গা কুমার দেবসহ থানার অন্যান্য সদস্যরা।
অভিযান চলাকালে কানাইঘাট থানাধীন বড়দেশ নয়াগ্রাম এলাকা থেকে কানাইঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি রাওয়ান আহমদ (২৬) কে গ্রেফতার করা হয়। তিনি মাসুক আহমদের পুত্র এবং সাং—চটিগ্রাম, থানা—কানাইঘাট, জেলা—সিলেটের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, রাওয়ান আহমদের বিরুদ্ধে কানাইঘাট থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে কানাইঘাট থানার মামলা নং–০১, তারিখ–০২/০২/২০২৫ ইং, ধারা–বিশেষ ক্ষমতা আইন ১৫(৩)/২৫ডি (তদন্তাধীন) এবং মামলা নং–০৬, তারিখ–২৩/০৭/২০২৪ ইং, ধারা–আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ এর ৪/৫ ধারায় একটি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে একটি সিআর গ্রেফতারি পরোয়ানা কানাইঘাট থানায় মূলতবি রয়েছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেছেন কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম।