ঢাকাশনিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায়কে গ্রে প্তা র

rising sylhet
rising sylhet
ফেব্রুয়ারি ৮, ২০২৫ ৯:১০ অপরাহ্ণ
Link Copied!

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় দিরাই উপজেলা উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে বলেন, রঞ্জন কুমার রায়কে গ্রেপ্তার করে সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, সুনামগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় জড়িত থাকা সন্দেহে
শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে দিরাই পৌরসভার বাজার এলাকা থেকে রঞ্জন কুমার রায়কে গ্রেপ্তার করা হয়।

দিরাই উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায় ক্লিন ইমেজের নেতা হিসেবে পরিচিত। তিনি দুটি উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করে খুব কম ভোটের ব্যবধানে পরাজিত হন। দিরাই শাল্লা দীর্ঘদিনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের আস্থাভাজন হিসেবে প্রায় ২৩ বছর ধরে তিনি উপজেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুর পর তার স্ত্রী ড. জয়া সেনগুপ্তার সাথে বিরোধের ফলে তিনি পৃথক বলয়ে রাজনীতি করছেন।

১৭ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।