ঢাকাশনিবার , ২৫ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

উপশহরে প্রতিবন্ধী যুবককে মারধর ও চাদাঁর অ ভি যোগে শাহপরান থানায় অ ভি যোগ

rising sylhet
rising sylhet
অক্টোবর ২৫, ২০২৫ ৬:২৮ অপরাহ্ণ
Link Copied!

ads

সিলেটের শাহপরান (রহ.) থানার অন্তর্গত নগরীর উপশহরে প্রতিবন্ধী যুবককে খেলার মাঠ থেকে তুলে নিয়ে মারধর ও ৫ লক্ষ টাকা চাদাঁদাবীর অভিযোগে পাওয়াগেছে।

অভিযোগপত্রে আতিক হোসেন রাজু (৩৫), পিতা মকবুল হোসেন, সাং—বাসা নং-২, ব্লক-বি, সাদারপাড়, শাহপরান (রহ.) থানার বাসিন্দা উল্লেখ করেন যে, গত ২৩ অক্টোবর ২০২৫, বিকেল আনুমানিক ৪টার দিকে এইচ ব্লকে মাতাবের মাঠ এলাকার স্থানীয় কিছু চিহ্নিত সন্ত্রাসী তার ভাতিজার উপর অতর্কিত হামলা চালিয়ে আরিয়ান হোসেন অয়ন(১৭) নামের এক প্রতিবন্ধী যুবককে তুলে নিয়ে যায়।

হামলায় আতিক হোসেন রাজুর ভাতিজা আরিয়ান হোসেন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় আহতের চাচা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়, একই এলাকার আওয়াল উরফে গাজা আওয়াল এর পুত্র অপু (১৮), তার ভাই অন্তর উরফে স্টেপ অন্তর(২২), হায়দর আলীর পুত্র উজ্জল (১৮)সহ একদল যুবক রাজুর ভাতিজাকে হত্যার উদ্দেশ্যে আওয়ালের স্ত্রী আওয়ামীলীগ নেত্রী পপি বেগম উরফে চোর পপি(৪০) এর বাসায় নিয়ে মারধর করে। এতে আরিয়ান (১৭) মারাত্মকভাবে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। হামলাকারীরা তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে ও গালিগালাজ করতে থাকে।

পরবর্তীতে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আরিয়ানকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় তিনি শাহপরান (রহ.) থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

রাজু অভিযোগে আরও উল্লেখ করেন, হামলার সময় স্থানীয় কয়েকজন ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করলেও হামলাকারীরা বিষয়টি ধামাচাপা দিতে প্রভাব খাটানোর চেষ্টা করছে। তিনি বলেন, “আমার ভাতিজাকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা করা হয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।