
সিলেটের শাহপরান উপশহর থেকে ধরা হয়েছে ফাহিম আহমদ (২২)।ফাহিম গোয়াইনঘাট থানার হাজরাই বারহাল গ্রামের সিরাজুল হকের ছেলে।
রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসময় তার হেফাজতে থাকা অবৈধভাবে নিয়ে আসা ডিআই পিকআপ ভর্তি ভারতীয় পেঁয়াজ জব্দ করা হয়েছে যার বাজারমূল্য প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা।
তার বিরুদ্ধে শাহপারাণ থানায় মামলা (নং ২২/১৬/১১/২৫) দায়ের করা হয়েছে।
আদালতে সোপর্দের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।