
শাহপরান (রহ.) থানাধীন শাহজালাল উপশহর ই-ব্লক এলাকায় অভিযান চালিয়ে ২২ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) রাত আনুমানিক ২২টার দিকে এসআই (নিঃ) খন্দকার জাফর ইমাম সঙ্গীয় ফোর্সসহ স্প্রিং টাওয়ার–০১ এর সামনে পাকা সড়কে টহল ও তল্লাশির সময় এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ বলছে, ঘটনাস্থল থেকে আটককৃত রাব্বি হোসেন সাব্বির (৩২) সিলেটের শাহপরান (রহ.) থানার সি-ব্লক এলাকার বাসিন্দা এবং তিনি আনছার হোসেনের ছেলে। পুলিশের দাবি, সন্দেহজনক অবস্থায় তাকে থামাতে গেলে তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে তাকে আটক করা হয় এবং তার কাছ থেকে ২২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এসএমপির এডিসি মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মাদকবিরোধী নিয়মিত অভিযান আরও জোরদার করা হবে।
পুলিশ আরও জানায়, ঘটনাটির পর ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন–এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। সিডিএমএস পর্যালোচনায় তার নামে ২০২৪ সালের গোলাপগঞ্জ থানার একটি পূর্বের মাদক মামলা থাকার তথ্যও পাওয়া গেছে। আটক ব্যক্তিকে বিজ্ঞ আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।