ঢাকাবৃহস্পতিবার , ২১ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

উলিপুরে তিস্তা নদী ভাঙন রোধে মানব ব ন্ধ ন

rising sylhet
rising sylhet
আগস্ট ২১, ২০২৫ ৫:১৫ অপরাহ্ণ
Link Copied!

ads

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের সাদুয়া দামারহাটের এলাকায় নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে । তিস্তা নদীর ভাঙ্গনে সর্বস্বান্ত হচ্ছে শত-শত পরিবার। নদী ভাঙন রোধে সমাধান চেয়ে এ মানববন্ধনে দাড়িয়েছে এলাকাবাসী।

২১ আগষ্ট (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০ টায় আঃ সোবহান আলীর নেতৃত্বে  এই মানববন্ধনে অংশগ্রহণ করে ওই এলাকার  প্রায় ৫০০ জন মানুষ।

এ সময় ভুক্তভোগীরা বলেন, গেল কয়েক বছর ধরে তিস্তার তীব্র ভাঙ্গনে আমাদের বাড়ি, ঘর, দুয়ার, ফসলি জমি, স্কুল, মসজিদ সবকিছু বিলীন হয়ে গেছে। আমরা ভিটা মাটি হারিয়ে নিঃস্ব হয়ে জীবন যাপন করছি।

এ সময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রশাসন এবং কর্তৃপক্ষ যেন অতি দ্রুত আমাদের ঘরবাড়ি রক্ষা করতে তাড়াতাড়ি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। যদি না করে, তাহলে আমরা কঠোর আন্দোলনের ডাক দেব।

আব্দুর রহমান বলেন,’ আমার ১২ বিঘা জমি ছিল, বাড়ি ছিল, বাগান ছিল, সব  তিস্তার ভাঙ্গনে বিলীন হয়ে গেছে। এখন আমি ফকির হয়ে গেছি। আমার শেষ সম্বল কয়েক কাঠা জমি আছে, যেখানে বসতবাড়ি করে আছি। তবে আমার সেই সম্বল টুকুও ভাঙ্গনে বিলীন হয়ে যাচ্ছে।’

মোমেনা বেগম বলেন, ‘আমরা কোন  ত্রাণ চাই না, আমরা কোন পুনর্বাসন চাই না। আমরা চাই,  এখানে একটা যেন বাঁধ হয়। এই বাঁধ দিলে আমরা ততেই খুশি। পানি উন্নয়ন বোর্ড শুধুমাত্র এখানে ভাঙ্গন রোধে দায়সারা কিছু জিও ব্যাগ ফেলে। এতে ভাঙ্গন রোধ হয়না, বরঞ্চ ভাঙন  আরোও বাড়ে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: রাকিবুল হাসান  বলেন,’  ভাঙ্গন কবলিত এলাকার  জন্য জিও ব্যাগ ফেলানোর  টেন্ডার প্রক্রিয়া চলছে । এক সপ্তাহের মধ্যে সেখানে জিও ব্যাগ ফেলানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।