ঢাকাবুধবার , ১৭ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

এআইয়ের নতুন ট্রেন্ডে আলিয়া ভাট: শৈশব আর বর্তমানের এক আবেগময় ছবি

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ১৭, ২০২৫ ১২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- সাম্প্রতিক সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি সামাজিক মাধ্যমে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই নতুন ধারায় এবার যুক্ত হলেন বলিউড তারকা আলিয়া ভাট। গুগলের এআই-ভিত্তিক ইমেজ জেনারেশন টুল ‘ন্যানো বানানা’ ব্যবহার করে একটি বিশেষ ছবি তৈরি করা হয়েছে, যেখানে তার শৈশবের ছবি এবং বর্তমান ছবি একত্রে মিশে গেছে।

এই ছবিতে দেখা যায়, বড় হয়ে যাওয়া আলিয়া ছোটবেলার আলিয়াকে আলিঙ্গন করছেন। ক্যাপশনে লেখা ছিল, “আমার ছোটবেলার আমি এখনকার আমিকে দেখে গর্বিত হতো।” ছবিটি প্রথমে একটি ভক্তের পেজে প্রকাশিত হলেও, পরে আলিয়া নিজেই সেটি শেয়ার করেন তার ইনস্টাগ্রাম স্টোরিতে। তিনি সেখানে লেখেন, “কখনো কখনো আমাদের নিজেদের সেই ছোট্ট শিশুটিকে জড়িয়ে ধরা দরকার। এই ছবিটার জন্য ধন্যবাদ।” ছবির পেছনে বাজছিল টেইলর সুইফটের গান ‘The Way I Loved You’, যা মুহূর্তটিকে আরও আবেগঘন করে তোলে।

এই ট্রেন্ডে অংশ নেওয়া প্রথম বলিউড অভিনেত্রী হিসেবে আলিয়ার এই প্রচেষ্টা নেটিজেনদের মধ্যে ইতিমধ্যেই আলোচনার জন্ম দিয়েছে।

এদিকে আলিয়া বর্তমানে তার নতুন ছবি আলফা নিয়ে ব্যস্ত রয়েছেন, যেটি মুক্তি পাবে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর। পাশাপাশি, সঞ্জয় লীলা বনশালির পরবর্তী প্রজেক্ট লাভ অ্যান্ড ওয়ার-এও তাকে দেখা যাবে, যেখানে তার সঙ্গে থাকছেন রণবীর কাপুর এবং ভিকি কৌশল। এই ছবি মুক্তি পাবে ২০২৬ সালে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।