
রাইজিংসিলেট- সাম্প্রতিক সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি সামাজিক মাধ্যমে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই নতুন ধারায় এবার যুক্ত হলেন বলিউড তারকা আলিয়া ভাট। গুগলের এআই-ভিত্তিক ইমেজ জেনারেশন টুল ‘ন্যানো বানানা’ ব্যবহার করে একটি বিশেষ ছবি তৈরি করা হয়েছে, যেখানে তার শৈশবের ছবি এবং বর্তমান ছবি একত্রে মিশে গেছে।
এই ছবিতে দেখা যায়, বড় হয়ে যাওয়া আলিয়া ছোটবেলার আলিয়াকে আলিঙ্গন করছেন। ক্যাপশনে লেখা ছিল, “আমার ছোটবেলার আমি এখনকার আমিকে দেখে গর্বিত হতো।” ছবিটি প্রথমে একটি ভক্তের পেজে প্রকাশিত হলেও, পরে আলিয়া নিজেই সেটি শেয়ার করেন তার ইনস্টাগ্রাম স্টোরিতে। তিনি সেখানে লেখেন, “কখনো কখনো আমাদের নিজেদের সেই ছোট্ট শিশুটিকে জড়িয়ে ধরা দরকার। এই ছবিটার জন্য ধন্যবাদ।” ছবির পেছনে বাজছিল টেইলর সুইফটের গান ‘The Way I Loved You’, যা মুহূর্তটিকে আরও আবেগঘন করে তোলে।
এই ট্রেন্ডে অংশ নেওয়া প্রথম বলিউড অভিনেত্রী হিসেবে আলিয়ার এই প্রচেষ্টা নেটিজেনদের মধ্যে ইতিমধ্যেই আলোচনার জন্ম দিয়েছে।
এদিকে আলিয়া বর্তমানে তার নতুন ছবি আলফা নিয়ে ব্যস্ত রয়েছেন, যেটি মুক্তি পাবে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর। পাশাপাশি, সঞ্জয় লীলা বনশালির পরবর্তী প্রজেক্ট লাভ অ্যান্ড ওয়ার-এও তাকে দেখা যাবে, যেখানে তার সঙ্গে থাকছেন রণবীর কাপুর এবং ভিকি কৌশল। এই ছবি মুক্তি পাবে ২০২৬ সালে।