এইচএসসি ও সমমান পরীক্ষা পিছিয়ে পরে নেওয়া হবে দেশের যেসব অঞ্চলে ব্যাপকভাবে বন্যা হওয়ার শঙ্কা আছে সেসব এলাকায় । শিক্ষা মন্ত্রণালয় থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
আগামী ৩০ জুন থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষার আগেই সিলেটে বন্যা হচ্ছে এবং আরও বন্যার আশঙ্কা আছে। এ অবস্থায় পরীক্ষা নেওয়ার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, যে অঞ্চলগুলোতে বন্যা ব্যাপকভাবে হওয়ার শঙ্কা আছে সেখানে পরীক্ষা নেওয়া হবে না। প্রাথমিকভাবে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি, পরবর্তীতে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি আছে। তবে আশা করছি পরীক্ষা নেওয়া সম্ভব হবে। পরীক্ষার্থীরা যে ফলাফল প্রত্যাশা করছে, তারা মানসিক ও সামাজিকবাবে ক্ষতিগ্রস্ত হোক– এটা আমরা চাই না।
এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী একথা জানান। বুধবার (৫ জুন) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই সভা হয়।