 
রাইজিংসিলেট- আগামী ২৬ জুন থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা ২০২৫। তবে উদ্বেগজনকভাবে সিলেট বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা এবার আগের বছরের তুলনায় ১৩ হাজারের বেশি কমে গেছে।
গত বছর যেখানে ৮৩ হাজার ১৬৫ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন, এবার সেই সংখ্যা নেমে দাঁড়িয়েছে ৬৯ হাজার ৬৮৩-এ।
বিভাগভিত্তিক পরীক্ষার্থী:
বিজ্ঞান বিভাগ: ১২,৯৬৮ জন
মানবিক বিভাগ: ৪৭,৫৪২ জন
ব্যবসায় শিক্ষা: ৯,১৭১ জন
পরীক্ষার্থীর সংখ্যা কমলেও শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে হয়েছে ৩২২টি।
কেন কমেছে পরীক্ষার্থী?
সিলেট শিক্ষা বোর্ডের সাবেক সচিব প্রফেসর মো. কবির আহমদ মনে করেন, “এই হঠাৎ পরিবর্তনের কারণ খুঁজে বের করে দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার।”
বর্তমান চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী জানান,
অনেক কলেজে এইচএসসি শ্রেণিতে ভর্তি কমেছে
বিদেশে পড়াশোনার প্রতি আগ্রহ বেড়েছে
আগেই কলেজ শেষ করে অন্য পথে পা বাড়াচ্ছে অনেকে
তবে তিনি আশ্বস্ত করেছেন, পাসের হার বা শিক্ষার মানে এর প্রভাব পড়বে না।
শিক্ষাবিদদের দৃষ্টিভঙ্গি
সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হায়াতুল ইসলাম আখঞ্জি বলেন,
“এক বছরে এত বড় সংখ্যায় পরীক্ষার্থী কমে যাওয়া একটি বড় সতর্কবার্তা। শিক্ষা প্রতিষ্ঠান ও বোর্ডের এখন আরও সচেতন হওয়া জরুরি।”
অতীতের চিত্র
২০২৪ সালে, সিলেট বোর্ডে অংশ নেওয়া ৮৩,১৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৭১,০১২ জন পাশ করেছিলেন। পাসের হার ছিল ৮৫.৩৯%।
 
 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
 
                                     
                                     
                                     
                                     
                                 
                                                                     
                                 
                                