
একসঙ্গে বড় পর্দায় দেখার অপেক্ষায় ভক্তরা বলিউডের বাদশা শাহরুখ খান এবং তার পুত্র আরিয়ান খান । সম্প্রতি আরিয়ান খানের পরিচালিত ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’ মুক্তির পর থেকেই সেই জল্পনা আরও বেড়েছে। স্বল্প উপস্থিতিতেই সেখানে নজর কাড়েন শাহরুখ খান, আর তাই দর্শকদের প্রশ্ন- কবে দেখা যাবে বাবা-ছেলের যুগলবন্দি একটি পূর্ণাঙ্গ সিনেমায়? খবর স্যাকনিল্কের।
ঘনিষ্ঠ সূত্রের খবর, খুব শিগগিরই সেই প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। জানা গেছে, ওটিটি প্ল্যাটফর্মে পরিচালনায় হাতেখড়ির পর এবার বড় পর্দার সিনেমা পরিচালনার প্রস্তুতি নিচ্ছেন আরিয়ান খান। ইতিমধ্যে নতুন প্রজেক্টের পরিকল্পনাও শুরু করেছেন তিনি।
তবে শাহরুখ খানকে পরিচালনার আগে নিজেকে আরও পরিণত পরিচালক হিসেবে দেখতে চান আরিয়ান। সেই কারণেই প্রথমে তিনি একা হাতে একটি সিনেমা নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন। এরপরই বাবাকে নিয়ে বড় বাজেটের সিনেমা তৈরির পরিকল্পনা রয়েছে তার।
প্রসঙ্গত, ‘দ্য ব্যাডস অব বলিউড’-এ অভিনয় করেছেন ববি দেওল, লক্ষ্য, রাঘব জুয়াল ও অন্যা প্রমুখ। সিরিজটিতে বলিউডের তিন খান- শাহরুখ, সালমান ও আমিরের বিশেষ উপস্থিতি দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করে।
সূত্রের মতে, আরিয়ান চান নিজের দক্ষতা ও যোগ্যতার মাধ্যমে বলিউডে অবস্থান তৈরি করতে। তাই শাহরুখকে নিয়ে কোনো তাড়াহুড়ো করতে রাজি নন তিনি।