
রাইজিংসিলেট- যেসব শিক্ষার্থী চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির আগের ধাপগুলোতে সুযোগ পাননি, তাদের জন্য রয়েছে আরেকটি সুযোগ। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, একাদশে ভর্তির চতুর্থ ও সর্বশেষ ধাপে অনলাইনে আবেদন করার সুযোগ দেওয়া হবে।
আবেদন করতে পারবেন কারা?
এই ধাপে আবেদন করতে পারবে—
যারা পূর্বে কোনো ধাপে আবেদন করেনি
আবেদন করলেও কোনো কলেজে মনোনয়ন পায়নি
মনোনয়ন পেলেও সময়মতো নিশ্চয়ন বা ভর্তি সম্পন্ন করতে পারেনি
আবেদন ও সময়সীমা:
আবেদন শুরু: ২১ সেপ্টেম্বর সকাল ১০টা
আবেদন শেষ: ২২ সেপ্টেম্বর রাত ১০টা
ফল প্রকাশ: ২৪ সেপ্টেম্বর রাত ৮টা
নিশ্চয়ন (Confirm): ২৫–২৬ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে
ভর্তি (College Admission): ২৮–২৯ সেপ্টেম্বর
আবেদন করতে হবে সরকারি নির্ধারিত ওয়েবসাইটে:
http://xiclassadmission.gov.bd
আবেদনের সময় শিক্ষার্থীদের ন্যূনতম ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে বেছে নিতে হবে।
গুরুত্বপূর্ণ:
এই ধাপের পর আর কোনো নতুন আবেদন নেওয়া হবে না। তাই যারা এখনও ভর্তির বাইরে আছেন, তাদের জন্য এটি শেষ সুযোগ।