
ইউরোপের দেশ পর্তুগাল ছিল রাজতন্ত্র বর্তমানে প্রজাতন্ত্র। অবশ্য তারচেয়েও বড় পরিচয় হচ্ছে পর্তুগাল রোনালদোর দেশ, পৃথিবীর আনাচে-কানাচে ছড়িয়ে যার ভক্ত অনুরাগী।
বৃহস্পতিবার পর্তুগালের রাজপরিবারের সদস্য ব্রাগানজার ডিউক দুয়ার্তে পিওর নেতৃত্বে তারা সিলেট সফর করেন।
সেই রোনালদোর দেশে এখন আর রাজতন্ত্র না থাকলেও অতীত রাজাদের উত্তরসুরীরা আছেন। তাদেরই কয়েকজন সিলেট সফর করে গেলেন একেবারে নীরবে নিভৃতে।
এসময় তারা সিলেটের রাইজ স্কুল পরিদর্শন করেন।
দুপুর ২টার দিকে রাজপরিবারের সদস্যদের নিয়ে স্যার শেখ ওলিউর রহমান সুবিদবাজারস্ত রাইজ স্কুলে পৌঁছালে তাদেরকে স্বাগত জানান স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
পর্তুগিজ রাজপরিবারের সদস্যদের স্কুল ক্যাম্পাসে সংবর্ধনাও জানানো হয়।
তারা এর জবাবে বলেন, এবার সংক্ষিপ্ত সফরে সিলেট এসে তারা পরিদর্শনের জন্য রাইজ স্কুলকে বেছে নিয়েছেন। তবে ভবিষ্যতে আরও একাধিক প্রোগ্রাম হবে সিলেট মহানগরীতে।
বাংলাদেশ ও পর্তুগালের বিভিন্ন সংস্কৃতি তুলে ধরা হয়। পর্তুগিজ ভাষায় রাজপরিবারের সদস্যরা সেদেশের জাতীয় সঙ্গীতও পরিবেশন করেন।