ঢাকামঙ্গলবার , ২৫ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

এক তরুণীকে ধ র্ষ ণের অ ভি যো গ,চার যুবককে অভিযু ক্ত করে মা ম লা

rising sylhet
rising sylhet
নভেম্বর ২৫, ২০২৫ ৪:৫১ অপরাহ্ণ
Link Copied!

ads

শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় বাগেরহাট উপজেলার রাজপাট গ্রামে মোল্লাহাটে বেড়াতে গিয়ে প্রথমে তিন বান্ধবী শ্লীলতাহানির শিকার হন। এরপর তাদের মধ্যে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠে। এ ঘটনায় চার যুবককে অভিযুক্ত করে মামলা করা হয়েছে।

এরপর রোববার (২৩ নভেম্বর) তিন বান্ধবীর মধ্যে একজন মোল্লাহাট থানায় চার যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে খুলনা থেকে এক তরুণী দুই বান্ধবীকে নিয়ে মোল্লাহাটের রাজপাট গ্রামে ফুফুর বাড়ি বেড়াতে যান। কিছুক্ষণ পর তারা ব্যাগ রেখে গ্রামের অভ্যন্তরে ঘুরতে বের হন। হাঁটতে হাঁটতে সন্ধ্যা ৬টার দিকে নাশুখালী গ্রামের মজিবর রহমানের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় ওঠেন।

এ সময় চার যুবক সেখানে উপস্থিত হয়ে তাদের পরিচয় জানতে চান। তিন বান্ধবী নিজেদের পরিচয় ও বেড়াতে আসার কথা জানালে যুবকরা তাদের কুপ্রস্তাব দেন। তারা রাজি না হওয়ায় চার যুবক জোরপূর্বক তাদের শ্লীলতাহানি করতে থাকেন।

এক তরুণী ছুটে নীচে নেমে আত্মচিৎকার শুরু করলে যুবকরা দুজনকে মুখ চেপে ধরে ভবন থেকে নিচে নামিয়ে খানিকটা দূরে একটি মৎস্য ঘেরে নিয়ে যান। সেখানে ঘেরের একটি ঘরে তাদের মধ্যে একজনকে ধর্ষণ করেন।

তাদের চিৎকার শুনে লোকজন এগিয়ে আসেন। অনেক খোঁজাখুঁজির পর রাত সাড়ে ৮টার দিকে মৎস্য ঘের থেকে দুই তরুণীকে উদ্ধার করা হয়। তখন লোকজনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত যুবকরা সেখান থেকে পালিয়ে যান। পরদিন রোববার তিন বান্ধবীর মধ্যে একজন (ভিকটিম) মোল্লাহাট থানায় চার যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুল হক বলেন, তিন বান্ধবীকে নির্যাতন ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা রেকর্ড করা হয়েছে।

ওসি জানান আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।