
রাইজিংসিলেট- এক বছরে রেকর্ড পরিমাণ বিদেশি ঋণ পরিশোধ করল বাংলাদেশ। ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ রেকর্ড ৪০৮ কোটি ৬৯ লাখ মার্কিন ডলার বিদেশি ঋণ পরিশোধ করেছে, যা আগের বছরের তুলনায় প্রায় ২১ শতাংশ বেশি। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) প্রকাশিত হালনাগাদ তথ্য অনুযায়ী, এর মধ্যে মূল অর্থ বাবদ পরিশোধ করা হয়েছে ২৫৯ কোটি ডলার এবং সুদের জন্য ব্যয় হয়েছে ১৪৯ কোটি ডলার।
এই ব্যয়ের সঙ্গে পাল্লা দিয়ে কমেছে নতুন ঋণ ছাড় ও ঋণের প্রতিশ্রুতির পরিমাণ। গত অর্থবছরে ঋণ ছাড় হয়েছিল ১০২৮ কোটি ডলার, যা এই অর্থবছরে নেমে এসেছে ৮৫৬ কোটিতে। একইভাবে, নতুন ঋণের প্রতিশ্রুতি ২২.৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮৩২ কোটি ডলারে।
বড় প্রকল্পগুলোর কিস্তি পরিশোধ শুরু হওয়ায় ঋণ পরিশোধের চাপ বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-জুন) ঋণ ছাড় হয়েছে ৫৬০ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৪২ কোটি ডলার কম। একই সময়ে নতুন ঋণের প্রতিশ্রুতি এসেছে ৫৪৮ কোটি ডলারের, যেখানে গত বছর একই সময়ে তা ছিল ৭৯২ কোটি ডলার।
বিশ্লেষকদের মতে, ঋণ পরিশোধের পরিমাণ বাড়তে থাকায় দেশীয় অর্থনীতিতে চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। বিশেষ করে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও বাজেট ব্যবস্থাপনায় এর প্রভাব দৃশ্যমান।