
এক বৃদ্ধকে হত্যার পর মরদেহ মাঠে ফেলে রেখে গেছেন দুর্বৃত্তরা। নিহতের নাম আতিয়ার খাঁ (৬৫)।কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর উজানগ্রাম ইউনিয়নের শ্যামপুর দুর্বাচার গ্রামের ঝড়ু খাঁর ছেলে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের জোতপাড়া গ্রামের মাঠ থেকে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
জানা যায়, সকালে মোবাইল ফোনে কথা বলতে বলতে আতিয়ার মাঠের দিকে চলে যায়। এ গ্রামেই নানাবাড়িতে দীর্ঘদিন ধরে পরিবারসহ বসবাস করতেন আতিয়ার।
সকালে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড হয়েছে। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান ঝন্টু বলেন, ‘নিহতের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।