
এক মর্মান্তিক ঘটনা ঘটেছে স্পেনের দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। কিউটা ও আলমেরিয়ার মধ্যকার ম্যাচ চলাকালীন গ্যালারিতে এক দর্শকের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনায় খেলা স্থগিত ঘোষণা করা হয়েছে।
ঘটনার পর প্রায় ১০ মিনিট বন্ধ থাকার পর খেলা পুনরায় শুরু হলেও প্রথমার্ধের শেষ বাঁশি বাজার আগে লাউড স্পিকারে দর্শকের মৃত্যুর খবর জানানো হলে রেফারি আলেজান্দ্রো মোরিলা ম্যাচটি স্থগিত ঘোষণা করেন।
রোববার (৯ নভেম্বর) রাতের এই ঘটনা ঘটে স্পেনের কিউটা শহরে। ম্যাচের ১৭তম মিনিটে ৭৩ বছর বয়সী ওই দর্শক হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হন। তাৎক্ষণিকভাবে মাঠে উপস্থিত চিকিৎসক ও রেড ক্রসের প্যারামেডিকসরা তাকে সিপিআর দেন এবং দ্রুত অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। তবে প্রাণপণ চেষ্টা সত্ত্বেও হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মৃত্যুবরণ করেন।
স্প্যানিশ লিগ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, নতুন তারিখ নির্ধারণ করে ম্যাচটি পরবর্তীতে পুনরায় শুরু করা হবে।
মৃত্যুর আগে পর্যন্ত ম্যাচে কিউটা দ্বিতীয় মিনিটে কুকি জালাজারের গোলে এগিয়ে ছিল, পরে ৩৬তম মিনিটে আদ্রিয়ান এমবারবার গোলে সমতা ফেরায় আলমেরিয়া।
সূত্র: ইএসপিএন