রাইজিংসিলেট- চলতি হিজরি বর্ষের রবিউস সানি মাসে রেকর্ডসংখ্যক মুসল্লি পবিত্র ওমরাহ পালন করেছেন। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং দুই পবিত্র মসজিদের সাধারণ কর্তৃপক্ষের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, এক মাসেই ১ কোটি ১৭ লাখেরও বেশি মানুষ মক্কায় এসে ওমরাহ সম্পন্ন করেছেন।
বিশেষজ্ঞদের মতে, সৌদি সরকারের আধুনিক অবকাঠামো, উন্নত সেবা ব্যবস্থা এবং ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
গাল্ফ নিউজ জানায়, ওমরাহ পালনকারীদের মধ্যে প্রায় ১৫ লাখ মুসল্লি এসেছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে। সাম্প্রতিক বছরগুলোতে সৌদি সরকার হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আধুনিকায়নে বিপুল বিনিয়োগ করেছে। ডিজিটাল ভিসা, অনলাইন নিবন্ধন, স্মার্ট পরিবহন এবং নতুন অবকাঠামো উন্নয়নের ফলে ওমরাহতে অংশগ্রহণকারীর সংখ্যা দ্রুত বেড়েছে।
ভিশন ২০৩০-এর অংশ হিসেবে এই খাতে ব্যাপক সম্প্রসারণ করা হচ্ছে, যার লক্ষ্য হলো বিশ্বব্যাপী মুসলমানদের জন্য দুই পবিত্র মসজিদে আগমন সহজ করা এবং তাদের ইবাদতের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করা।
মন্ত্রণালয়ের তথ্যমতে, সমন্বিত লজিস্টিক সেবা ও আধুনিক ডিজিটাল টুল ব্যবহারের ফলে এখন ওমরাহ যাত্রা অনেক বেশি আরামদায়ক ও সহজ হয়েছে। বিদেশি মুসল্লিরা অনলাইনে নিবন্ধন, বুকিং এবং ভ্রমণ–সংক্রান্ত কার্যক্রম স্বাচ্ছন্দ্যে সম্পন্ন করতে পারছেন, ফলে তারা আরও শান্তিপূর্ণ পরিবেশে ইবাদতে মনোনিবেশ করতে পারছেন।