ঢাকারবিবার , ১২ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

এক রাতের মধ্যেই পৃথক স্থানে দুই খুন

rising sylhet
rising sylhet
জানুয়ারি ১২, ২০২৫ ৪:০৪ অপরাহ্ণ
Link Copied!

এক রাতের মধ্যেই পৃথক স্থানে দুর্বৃত্তদের হাতে একজন ও ছিনতাইকারীদের হাতে একজন খুন হয়েছেন। তারা দুজন হলেন- কৃষক মনির হোসেন ও ব্যাটারিচালিত রিকশাচলক আকরাম হোসেন।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম আলী জানান, শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় মাছ ধরার কথা বলে বাড়ি থেকে বের হন মনির হোসেন। রাতে বাড়ি না ফেরায় রবিবার সকালে তার খোঁজে বের হন পরিবারের সদস্যরা। সকাল ১০টার দিকে গ্রামের বোরো জমিতে মনির হোসেনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশের খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।

এর মধ্যে রবিবার (১২ জানুয়ারি) সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার উকারগাঁও গ্রামে বোরো জমি থেকে মনির হোসেন নামের (২৭) কৃষক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই গ্রামের মৃত মকসেদ আলীর ছেলে।

সুনামগঞ্জ পুলিশ সুপার আ. ফ. আনোয়ার হোসেন বলেন- দুই হত্যাকাণ্ডে জড়িত সবাইকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

পুলিশ জানায়- এ ঘটনায় জড়িত থাকা সন্দেহে দুজনকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে, জেলার জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নে রাজাপুর গ্রামে ছিনতাইকারী চক্রের হাতে আকরাম হোসেন (১৭) এক রিকশাচালক কিশোর খুন হয়েছে। শনিবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। আকরাম দিরাই উপজেলার ধনপুর গ্রামের রফিকুল ইসলাম ছেলে। সে সুনামগঞ্জ জেলাশহরের মোহাম্মদপুর এলাকার একটি রিকশা গ্যারেজে কাজ করতো ও ব্যাটারিচালিত রিকশা চালাতো।

৫১ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।