
রাইজিংসিলেট- জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচনী প্রতীক হিসেবে ‘শাপলা’ চাইলেও সেটি পাচ্ছে না। নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ১১৫টি নির্ধারিত প্রতীকের তালিকায় ‘শাপলা’ নেই। নিয়ম অনুযায়ী দলগুলোকে এই তালিকার মধ্য থেকেই প্রতীক বেছে নিতে হয়।
তিনি জানান, এনসিপিকে বিকল্প প্রতীক বেছে নেওয়ার জন্য বলা হয়েছে। নিবন্ধন প্রক্রিয়া চলমান থাকলেও প্রতীক নিয়ে আলোচনা ও সমন্বয়ের কাজ এগিয়ে যাচ্ছে।
এছাড়া, ২৮ সেপ্টেম্বর থেকে নির্বাচন কমিশন রাজনৈতিক দল, নাগরিক সমাজ, সাংবাদিক, নারী নেত্রী ও শিক্ষাবিদদের সঙ্গে ধারাবাহিক সংলাপে বসবে বলে জানান সচিব। সেই সঙ্গে প্রবাসী ভোটারদের নিবন্ধন কার্যক্রমও এগিয়ে চলছে।
প্রসঙ্গত, নির্বাচন কমিশন আগে ৬৯টি প্রতীকের তালিকায় নতুন করে ৪৬টি প্রতীক যোগ করে মোট ১১৫টি প্রতীকের একটি তালিকা তৈরি করেছে, যা আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য পাঠানো হয়। তবে আইন মন্ত্রণালয় প্রতীক সংক্রান্ত কোনো সুপারিশ দেয়নি।