
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় কমিটি থেকে পদত্যাগ করেছেন সাবেক দুই সেনা কর্মকর্তা—মেজর (অব.) আবদুল্লাহ আল মাহমুদ এবং মেজর (অব.) মো. সালাউদ্দিন। আবদুল্লাহ আল মাহমুদ ছিলেন দলের যুগ্ম মুখ্য সংগঠক এবং সালাউদ্দিন ছিলেন কেন্দ্রীয় সদস্য।
১০ সেপ্টেম্বর রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তারা এ সিদ্ধান্তের ঘোষণা দেন। এর আগে তারা এনসিপির আহ্বায়ক বরাবর পদত্যাগপত্র জমা দেন।
আবদুল্লাহ আল মাহমুদ জানান, গাজীপুর-৩ আসনে তিনি দীর্ঘদিন কাজ করলেও এনসিপির ব্যানারে নির্বাচন করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন।
পদত্যাগের কারণ হিসেবে তিনি জানান, দলের শীর্ষ নেতারা প্রাক্তন সেনাসদস্যদের নিয়ে নিয়মিত অবমাননাকর মন্তব্য করেন, যা বারবার জানানোর পরও গুরুত্ব পায়নি। এছাড়া, এনসিপি বাইরে থেকে কাউকে বিশ্বাস করতে চায় না বলেও অভিযোগ করেন তারা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।