
রাইজিংসিলেট- বর্তমানে অনেক তরুণ-তরুণী অল্প বয়সেই হার্ট ফেইলিউরের মতো গুরুতর সমস্যায় আক্রান্ত হচ্ছেন। চিকিৎসকদের মতে, এর অন্যতম একটি কারণ হতে পারে এনার্জি ড্রিংকের অতিরিক্ত সেবন।
বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দিমিত্রি ইয়ারানোভ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তরুণদের মধ্যে হৃদরোগের আশঙ্কাজনক বৃদ্ধির বিষয়ে সতর্ক করেছেন। তিনি জানান, অনেক তরুণ রোগী তার কাছে এসেছেন, যারা হৃদযন্ত্রের সমস্যা দেখা দেওয়ার আগেই নিয়মিত এনার্জি ড্রিংক পান করতেন। কেউ কেউ দিনে তিন থেকে চার ক্যান পর্যন্ত খাচ্ছেন, যা হৃদপিণ্ডের ওপর মারাত্মক চাপ সৃষ্টি করছে।
ডা. ইয়ারানোভ ব্যাখ্যা করেন, এনার্জি ড্রিংকে থাকা অতিমাত্রায় ক্যাফেইন এবং অন্যান্য উত্তেজক উপাদান হৃদপিণ্ডকে অস্বাভাবিকভাবে উত্তেজিত করে তোলে। এর ফলে রক্তচাপ বৃদ্ধি, অনিয়মিত হৃদস্পন্দন এবং দীর্ঘমেয়াদে হৃদপেশি দুর্বল হওয়ার ঝুঁকি তৈরি হয়।
আরও উদ্বেগজনক বিষয় হলো, এইসব তরুণদের মধ্যে অনেকেই আগে কখনও ধূমপান করেননি কিংবা তাদের পারিবারিকভাবে হৃদরোগের ইতিহাস নেই। অর্থাৎ, শুধুমাত্র এনার্জি ড্রিংকই একটি বড় ঝুঁকির কারণ হয়ে উঠছে।
একই বিষয়ে ২০২৫ সালের জুন মাসে দিল্লির সিকে বিরলা হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. সঞ্জীব কুমার গুপ্ত বলেন, এনার্জি ড্রিংকে অতিরিক্ত ক্যাফেইন ও চিনি হৃদস্পন্দন দ্রুত করে, রক্তচাপ বাড়ায় এবং উদ্বেগ ও ঘুমের সমস্যা তৈরি করতে পারে। দীর্ঘমেয়াদে এটি হৃদপিণ্ডের ওপর ভারী চাপ ফেলে এবং অ্যারিদমিয়া ও অন্যান্য হৃদরোগের আশঙ্কা বাড়ায়।
বিশেষজ্ঞদের পরামর্শ, মানসিক উদ্দীপনা বা সতেজতা পাওয়ার জন্য এনার্জি ড্রিংকের পরিবর্তে পানি, লেবু পানি বা প্রাকৃতিক ফলের রসের মতো স্বাস্থ্যকর পানীয় গ্রহণ করা উচিত। তরুণদের এখনই সচেতন না হলে ভবিষ্যতে হৃদরোগের হার আরও বাড়তে পারে।