ঢাকাবৃহস্পতিবার , ২৮ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

এবার ফিফা ও এএফসি থেকে এসেছে কড়া বার্তা

rising sylhet
rising sylhet
আগস্ট ২৮, ২০২৫ ৫:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ads

অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) সময়টা ভালো যাচ্ছে না ।

দলের বাজে পারফরম্যান্সের পর এবার ফিফা ও এএফসি থেকে এসেছে কড়া বার্তা। ভারতীয় ফুটবল পরিচালনার জন্য আগামী ৩০ অক্টোবরের মধ্যে একটি নতুন সংবিধান কার্যকর করার জন্য নির্দেশ দিয়েছে এই দুই সংস্থা।

ভারতীয় ফুটবলের এমন বেহাল দশার কারণ আর্থিক সংকট, যার কারণে কোচ নিয়োগের ক্ষেত্রে স্বদেশি কোচের দিকে ঝুঁকেছে ভারত। এরমধ্যেই দ্বিতীয়বারের মতো নিষেজ্ঞাধার মুখে পড়তে যাচ্ছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন।

সম্প্রতি এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে এএফপি। যেখানে বলা হয়েছে, নির্ধারিত সময়ে মধ্যে নতুন সংবিধান কার্যকর না হলে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে ভারতের ফুটবল।

একটি যৌথ চিঠিতে ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবের কাছে চিঠিতে সংবিধান চূড়ান্ত ও গ্রহণ করতে ধারাবাহিক ব্যর্থতার কারণে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে ফিফা এবং এএফসি।

চিঠির বরাতে এএফপি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে শর্ত পূরণে ব্যর্থ হলে বিষয়টির ফিফা সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থার কাছে বিবেচনার জন্য পাঠানোর বিকল্প থাকবে না।

আরও বলা হয়েছে, এআইএফএফকে অবশ্যই এই যোগাযোগকে বাধ্যতামূলক হিসেবে বিবেচনা করতে হবে এবং ফিফা ও এএফসির সদস্য হিসেবে এর অধিকারগুলো রক্ষা করার জন্য অবিলম্বে এটি মেনে চলতে হবে।

এর আগে ২০২২ সালের ১৬ আগস্ট ভারতের সুপ্রিম কোর্ট এআইএফএফ পরিচালনার জন্য একটি কমিটি নিয়োগ করায় ‘তৃতীয় পক্ষের হস্তক্ষেপের’ কারণে ভারতকে নিষিদ্ধ করেছিল ফিফা। যদিও ১৫ দিনের মাথায় সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

২০১৭ সাল থেকে এআইএফএফ-এর সংবিধান ভারতের সুপ্রিম কোর্টে একটি সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে, যা সরকারের হস্তক্ষেপ বলে মনে করছে ফিফা। যদিও সুপ্রিম কোর্টে এই সিন্ধান্তের রায় কার্যকর হয়, তাহলে ভারতের জাতীয় দল এবং ক্লাবগুলো সব আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে বাদ পড়বে।

আর্থিক সংকট ও বাণিজ্যিক অংশীদারের মধ্যে বিরোধের কারণে ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) বন্ধ হয়ে যেতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।