ঢাকাবুধবার , ১৭ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

এবার বিরল দৃশ্যপটে দেখা যাবে সূর্যগ্রহণ

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ১৭, ২০২৫ ৬:০০ অপরাহ্ণ
Link Copied!

ads

কয়েকদিন আগে চন্দ্রগ্রহণ দেখেছে বিশ্ববাসী। এবার বিরল দৃশ্যপটে দেখা যাবে সূর্যগ্রহণ।

জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, রবিবার (২১ সেপ্টেম্বর) আংশিক সূর্যগ্রহণ ঘটতে যাচ্ছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এদিন রাত ১১টা ২৯ মিনিটে সূর্যগ্রহণ শুরু হবে। গ্রহণ চলবে টানা ৪ ঘণ্টা ২৪ মিনিট, শেষ হবে দিবাগত রাত ৩টা ৫৩ মিনিটে। গ্রহণের সর্বোচ্চ পর্যায় দেখা যাবে রাত ১টা ৪১ মিনিটে।

তবে দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশ থেকে সূর্যগ্রহণটি দৃশ্যমান হবে না। এ গ্রহণ দেখা যাবে নিউজিল্যান্ড, অ্যান্টার্কটিকা, অস্ট্রেলিয়া, দক্ষিণ প্রশান্ত মহাসাগর এলাকা ও আফ্রিকার কিছু অঞ্চল থেকে।

বিশ্বজুড়ে অনেক জ্যোতির্বিজ্ঞানপ্রেমী এই বিরল দৃশ্য দেখার অপেক্ষায় থাকলেও বাংলাদেশি দর্শকদের এবার কেবল খবর ও সম্প্রচারের মাধ্যমেই গ্রহণ উপভোগ করতে হবে।

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, সূর্য, চন্দ্র ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করলে সূর্যগ্রহণ ঘটে। এবারের সূর্যগ্রহণটি হবে আংশিক, অর্থাৎ চাঁদ সূর্যের একটি অংশ ঢেকে দেবে, ফলে পৃথিবীর একাংশ অন্ধকারাচ্ছন্ন হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।