ঢাকামঙ্গলবার , ২ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

এশিয়ান কাপের বাছাইপর্ব,ফাহমিদুল ইসলাম যোগ দিয়েছেন দলের সঙ্গে

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ২, ২০২৫ ৫:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ads

এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইপর্ব ভিয়েতনামে শুরু হতে যাচ্ছে । মূল পর্বে জায়গা করে নেওয়ার লড়াইয়ে বাংলাদেশ খেলবে ‘সি’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষ স্বাগতিক ভিয়েতনাম, ইয়েমেন ও সিঙ্গাপুর।

বুধবার (৩ সেপ্টেম্বর) বাছাইপর্বের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল।

এরই মধ্যে ইতালি প্রবাসী ফরোয়ার্ড ফাহমিদুল ইসলাম যোগ দিয়েছেন দলের সঙ্গে। তিনি ছাড়াও বাংলাদেশ দলে রয়েছেন আরও তিন প্রবাসী ফুটবলার কিউবা মিচেল, ফাহমিদ সালিক ও জায়ান আহমেদ।

বাংলাদেশের তারকা ফরোয়ার্ডদের মধ্যে আছেন শেখ মোরসালিন, মিরাজুল ইসলাম, পিয়াস আহমেদ নোভা ও আল আমিন। গোলবার সামলাবেন মেহেদী হাসান শ্রাবণ, সাকিব আল হাসান ও মো. আসিফ। প্রস্তুতির জন্য আগস্টের শুরু থেকে রাজধানীতে অনুশীলন করেছে দল। এরপর বাহরাইনে ১২ দিনের ক্যাম্প ও দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে। সব মিলিয়ে প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

গোলকিপার কোচ মাসুদ হাসান উজ্জ্বল বলেন, ৩ সেপ্টেম্বর আমাদের প্রথম প্রতিপক্ষ ভিয়েতনাম। আমরা তাদের শক্তি-দুর্বলতা নিয়ে আগে থেকেই কাজ করছি। ফিফা র‌্যাঙ্কিংয়ে তারা এগিয়ে থাকলেও ছেলেদের মনোভাব ইতিবাচক। প্রস্তুতির কারণে আমরা আশাবাদী, ম্যাচ থেকে ভালো কিছু নিয়ে ফিরব।

তবে ভিয়েতনামের শক্তি যে বড় চ্যালেঞ্জ, তা মানছেন সবাই। ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ ১৮৪তম হলেও ভিয়েতনাম আছে ১১৩তম স্থানে। তবুও দীর্ঘ প্রস্তুতিই আত্মবিশ্বাস জোগাচ্ছে কোচিং স্টাফকে।

তার সঙ্গে একমত গোলরক্ষক সাকিব আল হাসানও। তিনি বলেন, আমরা দারুণভাবে অনুশীলন করছি। এটা ম্যাচে কাজে দেবে বলে বিশ্বাস করি। ভালো কিছু করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ।

বাংলাদেশ ৬ সেপ্টেম্বর ইয়েমেন ও ৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে।

২৩ সদস্যের বাংলাদেশ দল

ফরোয়ার্ড: আরমান ফয়সাল আকাশ, রাজু আহমেদ জিসান, মিরাজুল ইসলাম, রাব্বী হোসেন রাহুল, পিয়াস আহমেদ নোভা ও আল আমিন।

ডিফেন্ডার: জাহিদ হাসান শান্ত, শাকিল আহাদ তপু, কামাচাই মারমা আকে, সাব্বির হোসেন, রিমন হোসেন, জায়ান আহমেদ, মিঠু চৌধুরী।

গোলরক্ষক: মেহেদী হাসান শ্রাবণ, সাকিব আল হাসান ও মো. আসিফ।

মিডফিল্ডার: মজিবর রহমান জনি, শেখ মোরসালিন, ফাহমিদ সালিক, সাজেদ হাসান জুম্মন নিঝুম, মোহসিন আহমেদ, কিউবা রাউল মিচেল, ফাহমিদুল ইসলাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।