
রাইজিংসিলেট- এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হচ্ছে উপমহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী—ভারত ও পাকিস্তান। এই ঐতিহাসিক ফাইনালটি অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, আগামী রোববার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে।
যদিও বাংলাদেশ এবারের আসরে ফাইনালে জায়গা করে নিতে পারেনি, তবুও লাল-সবুজের উপস্থিতি থাকছে মাঠে—ভিন্ন এক ভূমিকায়। ফাইনাল ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের দুই অভিজ্ঞ আম্পায়ার: মাসুদুর রহমান মুকুল ও গাজী সোহেল।
মুকুল দায়িত্ব পালন করবেন ফিল্ড আম্পায়ার হিসেবে, আর গাজী সোহেল থাকবেন চতুর্থ আম্পায়ারের ভূমিকায়। তাঁদের সঙ্গে থাকবেন আফগানিস্তানের আম্পায়ার আহমদ শাহ পাকতিন, যিনি আরেকজন ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্বে থাকবেন।
গ্রুপ পর্ব এবং সুপার ফোরে দক্ষতা দেখানোর ফলে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) এই দুই বাংলাদেশি আম্পায়ারকে ফাইনালের জন্য মনোনীত করেছে।
ভারত এশিয়া কাপে সবচেয়ে সফল দল, এর আগে তারা ৮ বার চ্যাম্পিয়ন হয়েছে (১৯৮৪, ১৯৮৮, ১৯৯০-৯১, ১৯৯৫, ২০১০, ২০১৬, ২০১৮ ও ২০২৩)। এবারের আসরে ভারত একমাত্র অপরাজিত দল হিসেবে ফাইনালে উঠেছে, এখন পর্যন্ত তাদের জয় ৬ ম্যাচে।