ঢাকারবিবার , ২১ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

এশিয়া কাপের সুপার ফোরে হাত মেলায় নি ভারত

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ২১, ২০২৫ ৮:৪২ অপরাহ্ণ
Link Copied!

ads

গ্রুপ পর্বে টসের সময় পাকিস্তান অধিনায়কের সঙ্গে হাত না মিলিয়েই ড্রেসিং রুমে চলে গিয়েছেন সূর্যকুমার যাদব। ম্যাচ শেষে পাকিস্তানি ক্রিকেটাররা হাত মেলাতে গেলে ড্রেসিং রুমে দরজা অফ করে দিয়েছিলেন ভারতীয় ক্রিকেটাররা। যা নিয়ে নানা বিতর্ক সৃষ্টি হয়েছে।

ধারণা করা হচ্ছিল সুপার ফোরে হাত মেলাতে পারে ভারত। কিন্তু এমনটা ঘটেনি। রোববার (২১ সেপ্টেম্বর) টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক। এরপর ধারাভাষ্যকার রবি শাস্ত্রীর প্রশ্নের জবাব দিয়েই ড্রেসিং রুমে চলে যান তিনি।

এ সময় পাশে দাঁড়িয়ে থাকা পাকিস্তান অধিনায়ক সালমান আলী আঘার সঙ্গে হাত মেলাতে দেখা যায়নি সূর্যকুমারকে। সালমান আলীও চুপছিলেন, পরে রবি শাস্ত্রীর প্রশ্নের জবাব দিতে এগিয়ে আসেন তিনি।

আইসিসির সিইও সংযোগ গুপ্তের সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নাকভির বৈঠক হয়েছে। এরপর পাকিস্তান অধিনায়ক সালমান আগা ও কোচ মাইক হেসনের সঙ্গে বৈঠক করেছেন নাকভি।  সেখানেই পাকিস্তানি ক্রিকেটারদের হাত না মেলানোর পরামর্শ দেওয়া হয়েছে।

যদি আগেই জানা গিয়েছিল এই ভারতের ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলানোর পরামর্শ দিয়েছে আইসিসি। আইসিসির এই নির্দেশ মেনে নিয়েছে পাকিস্তান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।