
রাইজিংসিলেট- এশিয়া কাপে পাকিস্তানের টি-টোয়েন্টি দলে ফিরতে পারেন বাবর আজম। হ্যামস্ট্রিং চোটে ভুগছেন পাকিস্তানের বাঁহাতি ওপেনার ফখর জামান। ওয়েস্ট ইন্ডিজ সফরে অংশ নিতে ত্রিনিদাদ গেলেও চোটের কারণে দেশে ফিরে যেতে হয় তাকে। পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন লাহোরের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। এখন শোনা যাচ্ছে, তিনি হয়তো এশিয়া কাপেও খেলতে পারবেন না।
এই পরিস্থিতিতে পাকিস্তানের টি-টোয়েন্টি দলে বাবর আজমের ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় ক্রীড়া সংবাদমাধ্যম জিও সুপার। দীর্ঘদিন টি-টোয়েন্টি দল থেকে বাইরে থাকা বাবর শেষ ম্যাচ খেলেছেন গত ডিসেম্বরে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এরপর নিউজিল্যান্ড, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তাকে দেখা যায়নি।
বাবর পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত ১২৮টি টি-টোয়েন্টি খেলেছেন। তার সংগ্রহ ৪,২২৩ রান, গড় ৩৯.৮৩ এবং স্ট্রাইক রেট ১২৯.২২। যদিও স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা ছিল দীর্ঘদিন। এমনকি সম্প্রতি গুঞ্জন উঠেছিল, তাকে দলে নিতে হলে উইকেটকিপিংও করতে হতে পারে। তবে এই দাবি অস্বীকার করেছেন দলের প্রধান কোচ মাইক হেসন।
ফখর জামানের অবস্থা ভালো না হলে, বিকল্প হিসেবে বাবরকে বিবেচনায় রাখতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নির্বাচকরা তার ফর্ম ও প্রস্তুতি দেখে সিদ্ধান্ত নেবেন। আগস্টের দ্বিতীয় সপ্তাহে পাকিস্তান এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করতে পারে।
এবারের এশিয়া কাপ শুরু হবে ৯ সেপ্টেম্বর, আফগানিস্তান ও হংকংয়ের মধ্যকার ম্যাচ দিয়ে। আটটি দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। গ্রুপ ‘এ’তে রয়েছে পাকিস্তান, ভারত, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। গ্রুপ ‘বি’তে খেলবে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান ও হংকং।
পাকিস্তান তাদের প্রথম ম্যাচ খেলবে ১২ সেপ্টেম্বর, ওমানের বিপক্ষে। এরপর ১৪ সেপ্টেম্বর ভারতের মুখোমুখি হবে তারা, আর ১৭ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে।