ঢাকাবুধবার , ৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

এসএসসি ও দাখিল পরীক্ষার প্রশ্নপত্র প্রস্তুতির প্রশিক্ষণ শুরু

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ৩, ২০২৫ ৩:৫০ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- মাধ্যমিক ও দাখিল পর্যায়ের পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও পরিশোধনের মানোন্নয়নের উদ্দেশ্যে বিষয়ভিত্তিক শিক্ষকদের জন্য বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এই প্রশিক্ষণ পরিচালনা করছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তত্ত্বাবধানে এবং বাংলাদেশ পরীক্ষা উন্নয়ন ইউনিটের ব্যবস্থাপনায় প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে।

এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধানদের নির্দেশনা দেওয়া হয়েছে যেন মনোনীত শিক্ষকদের নামের তালিকা যথাসময়ে পাঠানো হয়।

প্রশিক্ষণের সময়সূচি: প্রথম ব্যাচের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে ৭ থেকে ১২ সেপ্টেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত। প্রশিক্ষণ চলবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকায় প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

নির্ধারিত তারিখ ও সময়ে মনোনীত শিক্ষকদের উপস্থিতি বাধ্যতামূলক। প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষকরা বোর্ড নির্ধারিত ভাতা পাবেন।

বিশেষ শর্তাবলি:

১. প্রশিক্ষণে অংশগ্রহণ বাধ্যতামূলক।
২. প্রত্যেককে নিজ বিষয়ের ৯ম ও ১০ম শ্রেণির পাঠ্যপুস্তক ও ল্যাপটপ সঙ্গে আনতে হবে।
৩. প্রতিষ্ঠান প্রধানের ছাড়পত্র আনতে হবে।
৪. আবাসনের ব্যবস্থা প্রশিক্ষণার্থীকেই করতে হবে।

যোগাযোগ: প্রয়োজনে উপপরীক্ষা নিয়ন্ত্রক (সনদ) জেসমিন তাসলিমা বানুর সঙ্গে যোগাযোগ করা যাবে, মোবাইল: ০১৭১২৬৬৩৬৩৬ (সকাল ৯টা থেকে বিকেল ৫টা)।

বিস্তারিত তথ্যের জন্য বোর্ডের ওয়েবসাইট: www.dhakaeducationboard.gov.bd ভিজিট করা যেতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।