
রাইজিংসিলেট- এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ: পাসের হার ৬৮.৪৫ শতাংশ। ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফলাফলের পরিসংখ্যান তুলে ধরেন আন্তঃশিক্ষা সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবীর।
চলতি বছর পাসের হার দাঁড়িয়েছে ৬৮.৪৫ শতাংশ, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। ২০২৪ সালে এই হার ছিল ৮৩.০৪ শতাংশ।
এবার মোট ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী।
ফলাফল জানা যাবে শিক্ষা বোর্ডের সরকারি ওয়েবসাইট http://www.educationboardresults.gov.bd এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর নিজস্ব ওয়েবসাইট থেকে। মোবাইল এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। এজন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে—
SSC <বোর্ডের তিন অক্ষরের নাম> <রোল নম্বর> 2025
এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। যেমন: SSC DHA 123456 2025।
প্রসঙ্গত, এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ১০ এপ্রিল এবং শেষ হয় ১৩ মে। পরে ১৫ থেকে ২২ মে পর্যন্ত অনুষ্ঠিত হয় ব্যবহারিক পরীক্ষা।
২০২৫ সালের পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অংশ নেয় ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন শিক্ষার্থী। মাদরাসা বোর্ড থেকে অংশ নেয় ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন এবং কারিগরি বোর্ডের আওতায় ছিল ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন পরীক্ষার্থী।