
গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিআইজি), সুপার নিউমারারি এডিআইজি, পুলিশ সুপার (এসপি) এবং সুপার নিউমারারি এসপি পদমর্যাদার ২০ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে।
২০ পুলিশ কর্মকর্তার মধ্যে সিলেটের ২টি পদে রদবদল করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে- ৪ জন অতিরিক্ত উপমহাপরিদর্শক, ৭ জন সুপার নিউমারারি অতিরিক্ত উপমহাপরিদর্শক, ৬ জন পুলিশ সুপার ও ৩ জন সুপার নিউমারারি পুলিশ সুপারকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী- সুপারনিউমারারি পুলিশ হিসেবে সদ্য পদোন্নতিপ্রাপ্ত সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার মো. রাজীব ফারহনাকে ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার এবং খুলনা রেঞ্জ ডিআইজ কার্যালয়ে কর্মরত পুলিশ সুপার মো. রিয়াজুল কবির (পিএসসি)-কে এসএমপি’র উপ-কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
এই রদবদলের মাধ্যমে বিভিন্ন ইউনিটে কর্মরত কর্মকর্তাদের দায়িত্ব পুনর্বিন্যাস করা হয়েছে বলে জানানো হয়েছে প্রজ্ঞাপনে।