ঢাকারবিবার , ৩ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

এ সপ্তাহেই চালু হতে পারে কুমারগাঁও পাওয়ার স্টেশন

rising sylhet
rising sylhet
আগস্ট ৩, ২০২৫ ১২:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিং সিলেট- এ সপ্তাহেই চালু হতে পারে কুমারগাঁও পাওয়ার স্টেশন। সিলেটের বিদ্যুৎ সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা কুমারগাঁও ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের ২২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পাওয়ার স্টেশনটি প্রায় ১৯ দিন ধরে বন্ধ রয়েছে যান্ত্রিক ত্রুটির কারণে। তবে চলমান মেরামত কাজের অগ্রগতি অনুযায়ী, এই সপ্তাহেই কেন্দ্রটি আবার চালু হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রকৌশলীরা।

কেন্দ্রটির সহকারী প্রকৌশলী বিদ্যুৎ আচার্য জানিয়েছেন, ঢাকা থেকে বিশেষজ্ঞ টিম এসে যন্ত্রপাতি পরীক্ষা করছেন। বর্তমানে টেস্টিং পর্যায়ে রয়েছে কাজ। সবকিছু স্বাভাবিক থাকলে এবং পরীক্ষায় কোনও ত্রুটি না ধরা পড়লে দ্রুতই কেন্দ্রটি পুনরায় চালু করা সম্ভব হবে।

কুমারগাঁও উপকেন্দ্র থেকে সিলেট ছাড়াও মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং হবিগঞ্জে উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুৎ সরবরাহ করা হয়। গ্রিডটি বন্ধ থাকায় সিলেট এখন কেবল জাতীয় গ্রিডের উপর নির্ভরশীল, যা চাহিদার তুলনায় কম বিদ্যুৎ সরবরাহ করছে। এতে করে অঞ্চলটিতে গত কয়েক সপ্তাহ ধরে লোডশেডিং বেড়েছে।

তবে সাম্প্রতিক বৃষ্টিপাতের ফলে তাপমাত্রা কিছুটা কমেছে, যার ফলে লোডশেডিং পরিস্থিতিও কিছুটা স্বাভাবিক হয়েছে। বিদ্যুৎ বিভাগ আশা করছে, কুমারগাঁও পাওয়ার স্টেশন চালু হলে বিদ্যুৎ পরিস্থিতি আরও উন্নত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।