
রাইজিংসিলেট- ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র বিকেলে প্রকাশ: মানিক মিয়ায় নিরাপত্তা বলয়। ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে মঙ্গলবার (৬ আগস্ট) জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউ পরিণত হয়েছে উৎসবমুখর মিলনমেলায়। দিবসটির গুরুত্ব তুলে ধরতে বিকেল ৫টায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘোষণা পাঠ অনুষ্ঠানে অংশ নেবেন সব রাজনৈতিক দলের প্রতিনিধি, জুলাই শহিদ পরিবারের সদস্য এবং আহত যোদ্ধারা। এ উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকেই সড়কের উভয়পাশে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। প্রবেশদ্বারগুলোতে বসানো হয়েছে একাধিক তল্লাশি চৌকি। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাদা পোশাকে মোতায়েন রয়েছেন গোয়েন্দা সংস্থার সদস্যরাও।
দিনব্যাপী চলবে সাংস্কৃতিক আয়োজন। সকাল ১১টা থেকে বিভিন্ন শিল্পীগোষ্ঠী পরিবেশন করবে দেশাত্মবোধক সংগীত। বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে থাকছে রাষ্ট্রীয় মর্যাদায় বিশেষ আয়োজন, যা সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য ড্রোন শো এবং রাত ৮টায় মঞ্চ মাতাবে জনপ্রিয় ব্যান্ডদল।
নিরাপত্তা, সাংস্কৃতিক পরিবেশনা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানের সমন্বয়ে এ আয়োজন হয়ে উঠেছে একটি অনন্য নজির, যা স্মরণ করিয়ে দিচ্ছে জাতির মুক্তির চেতনাকে।