কত বন্ধুর পথই না পাড়ি দিতে হয়েছে ।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে বাংলাদেশের ৩১০ রানের জবাবে নিউজিল্যান্ড করে ৩১৭ রান। তৃতীয় দিনশেষে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ২১২ রান করেছে স্বাগতিকরা। লিড নিয়েছে ২০৫ রানের। ১৯৩ বলে ১০৪ রান করে শান্ত ও ৭১ বলে ৪৩ রান নিয়ে মুশফিকুর রহিম বাংলাদেশের হয়ে চতুর্থ দিন শুরু করবেন।
নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরি ছুঁয়েই ছুটলেন ড্রেসিংরুমের দিকে। এর বহু আগে থেকেই তার নামে স্লোগান।
সেসব শুনে নিশ্চয়ই শিহরণ বয়ে গেছে শান্তর শরীরে। রেকর্ডবুকে নাম তুলে ফেলা সেঞ্চুরিটি করার আগে এই দর্শকদের উৎসাহ নিশ্চয়ই কাজ করে অনুপ্রেরণা হিসেবেও।
অথচ এর আগে কত বন্ধুর পথই না পাড়ি দিতে হয়েছে তাকে। এ নিয়ে জমা ছিল অভিমানও। এখন তিনিই টেস্ট অধিনায়কত্বের অভিষেকে সেঞ্চুরি পাওয়া বাংলাদেশের প্রথম ক্রিকেটার। প্রথম দুদিন কেটেছিল সমতায়। শান্তর সেঞ্চুরির কল্যাণে সিলেট টেস্টের তৃতীয় দিনটি শুধুই বাংলাদেশের।
এখনও বাংলাদেশের হাতে সাত উইকেট আছে। নিউজিল্যান্ডের সামনে বড় রানের লক্ষ্য দেওয়ার বেশ ভালো সম্ভাবনাই এখনও টিকে আছে।