
রাইজিংসিলেট- ঢাকার কদমতলীতে সড়কের পাশে বস্তায় পাওয়া তরুণী রোকসানা হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে পুলিশ। প্রেমিকের অন্য নারীর সঙ্গে বিয়ের পরিকল্পনায় বাধা দেওয়ায় তাকে হত্যা করা হয় বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—ইব্রাহিম ওরফে এলাহি (৪২), তার স্ত্রী সুমি আক্তার (৩২) এবং সুমির ভাই সাইফুল ইসলাম (২৪)। তারা সবাই রোকসানার ঘনিষ্ঠজন।
পুলিশ জানায়, ১৩ সেপ্টেম্বর সকালে কদমতলীর লাল মিয়া সড়কে বস্তাবন্দি একটি মরদেহ পড়ে থাকার খবর পায় তারা। ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। পরে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে মৃতদেহের পরিচয় নিশ্চিত হওয়া যায়। নিহত রোকসানা ১১ সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিলেন।
তদন্তে জানা যায়, রোকসানার সঙ্গে সাইফুলের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু সাইফুল অন্য এক নারীর সঙ্গে নতুন সম্পর্কে জড়ালে রোকসানা বাধা দেন। এরপর ক্ষিপ্ত হয়ে সাইফুল, তার বোন সুমি এবং ভগ্নিপতি ইব্রাহিম হত্যার পরিকল্পনা করে। হত্যার পর তার মরদেহ বস্তায় ভরে রাস্তার পাশে ফেলে দেওয়া হয়।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা, পলিথিন এবং রোকসানার স্যান্ডেল জব্দ করে পুলিশ।