
হবিগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করে ঝাড়ু মিছিল করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে কেন্দ্র ঘোষিত কমিটি ঘোষণা করা হলে এই ঝাড়ু মিছিল করা হয়।
খবর পেয়ে রাতেই কমিটি প্রত্যাখ্যান করে যুগ্ম আহ্বায়ক (প্রথম) এনামুল হক সাকিবের নেতৃত্বে ঝাড়ু মিছিল বের করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়ে কয়েকটি সড়ক ঘোরে। এ সময় তাঁরা ‘টাকার বিনিময়ে পকেট কমিটি মানি না, মানব না’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘দালালি না আজাদি, আজাদি আজাদি’ বলে কমিটি প্রত্যাখ্যান করে বিভিন্ন স্লোগান দেন।
ছয় মাসের জন্য কেন্দ্র ঘোষিত হবিগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক মনোনীত হয়েছেন আরিফ তালুকদার, যুগ্ম আহ্বায়ক (প্রথম) এনামুল হক সাকিব, সদস্যসচিব মাহদি হাসান, মুখ্য সংগঠক আশরাফুল ইসলাম সুজন ও মুখপাত্র রাশেদা ইসলাম।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।