দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর এলাকায় করতোয়া কুরিয়ার সার্ভিসের ভেতরে মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে অবৈধ ভারতীয় জিরাসহ একজনকে আটক করা হয়েছে। আটককৃত জিরার আনুমানিক মূল্য ৭ লাখ ৯৫ হাজার ৬০০ টাকা।
আটককৃত ব্যক্তি মাদারীপুর জেলার কালকিনি থানাধীন ছিনানঘাটা এলাকার আব্দুস সালামের ছেলে মো. ইব্রাহিম মিন্টু (৪৩)।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ুন রশিদ চত্বর এলাকায় করতোয়া কুরিয়ার সার্ভিসে এই অভিযান পরিচালিত হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি উত্তর) ও মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, উক্ত ঘটনার বিষয়ে দক্ষিণ সুরমা থানার মামলা নং-১৯, তারিখ-২৯/১০/২০২৫খ্রিঃ, ধারা The Special Power Act, 1974 এর 25B(1)(B)/25(D) রুজু হয়। আসামী‘কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ুন রশিদ চত্বর এলাকায় করতোয়া কুরিয়ার সার্ভিসের ভেতরে মহানগর গোয়েন্দা পুলিশের অভিযান পরিচালনা করে। এসময় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অবৈধভাবে ভারতীয় জিরা পাচার করাকালে ৫২ বস্তায় ১ হাজার ৫৬০ কেজি অবৈধ ভারতীয় প্যাকেটজাত জিরাসহ একজনকে আটক করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৭ লাখ ৯৫ হাজার ৬০০ টাকা।