ঢাকাসোমবার , ১৬ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

করোনা-ডেঙ্গু’র মধ্যে চার উপজেলায় চোখ রাঙাচ্ছে ম্যা লে রি য়া

rising sylhet
rising sylhet
জুন ১৬, ২০২৫ ৩:১১ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- সারাদেশে যেখানে করোনা ও ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বাড়লেও উল্টো পাহাড়ি জেলা রাঙামাটিতে। পাহাড়ের করোনা ও ডেঙ্গু রোগীর সেভাবে না থাকলেও এই জেলায় চলতি বছরের প্রথম পাঁচ মাসে ৫৪৭ জনের শরীরে ম্যালেরিয়া শনাক্ত হয়েছে।

গত বছরের একই সময়ে জেলায় যা ছিল ৯৪৫। সংখ্যার হিসাবে আক্রান্তের সংখ্যা অর্ধেকের কমে নেমে এলেও প্রত্যন্ত পাহাড়ি এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে ম্যালেরিয়া। বিশেষ করে দুর্গম সীমান্ত অঞ্চলের চার উপজেলা বাঘাইছড়ি. বিলাইছড়ি, জুরাছড়ি ও বরকল উপজেলা বাসীর জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে রোগটি। কারণ, এ বছর জেলায় শনাক্ত রোগীর ৮৩ শতাংশের বাসই চারটি উপজেলায়।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, পাহাড়ে গত দুই মাস ধরে দ্রুত বাড়ছে ম্যালেরিয়া রোগে আক্রান্তের সংখ্যা। জেলা সদরের চেয়ে এ রোগের প্রকোপ উপজেলায় দুর্গম এলাকাগুলোতে সবচেয়ে বেশি। যা গত দুই মাসে ভয়াবহ আকার ধারণ করেছে। এতে স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা কাজ করছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, দুর্গমতার কারণে এ জেলা থেকে ম্যালেরিয়া নির্মূল পুরোপুরি সম্ভব হচ্ছে না। এ কারণে ২০৩০ সালের মধ্যে দেশ থেকে ম্যালেরিয়া নির্মূলের সরকারি লক্ষ্য অর্জন নিয়ে শঙ্কা রয়েছে। সাধারণত এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত এ রোগের প্রকোপ বাড়ে।

রাঙামাটি জেলায় প্রতি বছরই ম্যালেরিয়া রোগী শনাক্ত হলেও ২০১৬ সাল থেকে এ রোগে মৃত্যু কমে এসেছে। চলতি বছরের একমাত্র মৃত্যুটিও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হয়েছে বলে জেলার তালিকায় আসেনি।

জেলার সিভিল সার্জন অফিস সূত্রে আরও জানা যায়, এ বছর জানুয়ারি থেকে মে মাসে জেলায় ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা ৩০৮ জন হলেও মে মাসে রোগী সংখ্যা ৬৭৬ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে জুরাছড়িতে সবচেয়ে বেশি রোগী। জুরাছড়িতে ২০৮, বরকল ৮৪, বাঘাইছড়ি ৯৯, বিলাইছড়ি ১৫৬, নানিয়াচর ৩, লংগদু ৭, কাউখালী ১, কাপ্তাই ২৯, রাজস্থলী ৬৩ ও রাঙামাটি সদরে ১১ জন রোগী পাওয়া গেছে।

২০২৩ সালে জেলায় রোগী সংখ্যা ছিলো ৪ হাজার ৭১৪ জন এর মধ্যে জুরাছড়ি উপজেলায় রোগী পাওয়া যায় ১ হাজার ৭৭৮ জন। ২০২৪ সালে জেলায় রোগী সংখ্যা ছিলো ৩ হাজার ৭৫৩ জন এর মধ্যে জুরাছড়ি উপজেলায় রোগী পাওয়া যায় ১ হাজার ২৩৩ জন। ২০২৫ সালে জেলায় রোগী সংখ্যা ছিলো ৬৭৬ জন, এর মধ্যে জুরাছড়ি উপজেলায় রোগী পাওয়া যায় ২০৮ জন।

জুরাইছড়ি উপজেলার বিশেষ করে দুর্গম মৈদং ও দুমদুম্যা ইউনিয়নের কয়েকটি গ্রামে ম্যালেরিয়া রোগের প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে। মৈদং ইউনিয়নে আমতলা, ভুয়াতলীছড়া, বাদলহাটছড়া, কাটালতলী, জামেরছড়ি। দুমদুম্যা ইউনিয়নে গবাখালি, লাম্বাবাগছড়া, হরিণ হাট ছড়া, বড় ও ছোট করইদিয়া, ঘন্ডাছড়া, দুলুছড়ি, আদিয়াবছড়া, কান্দারাছড়া, এটছড়ি, কলাবনছড়া গ্রামের মানুষ ম্যালেরিয়া রোগে আক্রান্ত হচ্ছেন।

রাঙামাটি ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির তথ্য থেকে জানা যায়, ব্র্যাক বিনামূল্যে মশারি বিতারণ করে থাকে প্রতি তিন বছর পর পর। রাঙামাটি জেলাও ২০২৩ সালে ৫ লাখ ৭৪ হাজারের কিছু বেশি মশারি বিতরণ করা হয়েছে।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, রাতে ঘুমানোর সময় মশারি টাঙিয়ে থাকলেও দিনে বেলায় জুমে কাজ করার সময় মশার কামড় থেকে রক্ষা পাওয়ায় কোন উপায় নেই। তখনই ম্যালেরিয়ায় আক্রান্ত হয় বেশি।

জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনন্যা চাকমা বলেন, আগে শুধু বর্ষা মৌসুমে ম্যালেরিয়া রোগের প্রাদুর্ভাব লক্ষ্য করা যেতো এখন সারা বছর ম্যালেরিয়া রোগী পাওয়া যাচ্ছে। আমরা সীমান্তবর্তী এলাকাগুলোতে ম্যালেরিয়া রোগ নির্ণয় নিয়ে কাজ করলেও ভারতের ওই অংশে সেভাবে কাজ হয় না। ফলে ওই এলাকার মানুষ ও মশার কারণে রোগ নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাচ্ছে।

রাঙামাটির সিভিল সার্জন ডা. নূয়েন খীসা বলেন, বর্ষা মৌসুম শুর হলেই ম্যালেরিয়ায় রোগীর সংখ্যা বৃদ্ধি পায়, তবে ম্যালেরিয়ায় মৃত্যু ঠেকাতে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নির্দেশনা পাঠানো হয়েছে। চিকিৎসকদের এ বিষয়ে নিবিড় দৃষ্টি ও সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। জুন জুলাইয়ে বৃষ্টিপাত আরও বাড়বে তখন ম্যালেরিয়া রোগী আরও বাড়তে পারে বলে সতর্ক করে দেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।