
রাইজিংসিলেট- কলকাতায় আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির আগমনকালে ঘটে যাওয়া বিশৃঙ্খলার মাঝে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হওয়ায় অনেকে ক্ষোভ প্রকাশ করেছিলেন। অনেকেই প্রশ্ন তুলেছিলেন, ‘শুভশ্রী ছবি তুলছিলেন, তার জন্য কি দর্শকরা মেসিকে দেখতে পাননি?’
এই বিতর্কের পর অভিনেত্রী ভিডিও বার্তায় পুরো ঘটনা ব্যাখ্যা করেছেন। তিনি জানান, G.O.A.T ইভেন্টে বিনোদন জগতের প্রতিনিধি হিসেবে তিনি এবং কৌশিক গাঙ্গুলি আমন্ত্রিত ছিলেন। আমন্ত্রণ পাওয়ার পর তারা মেসির হোটেলে যান, সেখানে নির্ধারিত সময়ে তার সঙ্গে দেখা করেন এবং ছবি তোলেন। এরপর পিআর টিমের অনুরোধে যুবভারতী স্টেডিয়ামে যান, যেখানে তাদের জন্য একটি নির্দিষ্ট তাঁবু রাখা হয়েছিল।
শুভশ্রী জানিয়েছেন, যে সময়ে ছবি পোস্ট করা হয়েছে, তখন ক্রীড়াঙ্গনে নেটওয়ার্কের সমস্যা ছিল। মেসি সাড়ে ১১টার দিকে ক্রীড়াঙ্গনে প্রবেশ করেন, আর ততক্ষণে বিশৃঙ্খলা শুরু হয়ে গিয়েছিল। তিনি বলেন, প্রযুক্তিগত কারণে ছবিগুলো দেরিতে পোস্ট হয়েছে, আর তারপরই সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং শুরু হয়।
এই ঘটনার প্রেক্ষিতে অভিনেত্রীর স্বামী, পরিচালক রাজ চক্রবর্তী, থানায় অভিযোগ করেছেন। তিনি মনে করেন, এই মন্তব্যের পেছনে রাজনৈতিক উদ্দেশ্যও থাকতে পারে।
এদিকে, মেসি নির্ধারিত সময়ে যুবভারতী স্টেডিয়ামে পৌঁছান। কিন্তু ভিড় এবং ছবি তোলার কারণে দর্শকরা তাঁকে ঠিকভাবে দেখতে পারেননি। অনেকেই ক্ষোভ প্রকাশে বোতল ছুঁড়ে বা পোস্টার পুড়িয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।