
সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের লামাপাড়া গ্রামের মুদি ব্যবসায়ী সাদেক আহমেদ (৪০), পিতা: মৃত মাওলানা গিয়াস উদ্দিন চৌধুরী ও তার পরিবার দীর্ঘদিন ধরে প্রাণনাশের হুমকির মুখে রয়েছেন। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, সাদেক আহমেদ তার বাড়ির পাশের সরকারি রাস্তা ও খালের ধারে ফলজ, বনজ ও ফুলের গাছ রোপণ করেন। কিন্তু খালের অপরপাশের বাড়ির মালিক ছাইয়ারা বেগম (৬৫) ও তার সহযোগীরা প্রায়ই এ গাছপালা নষ্ট করেন। গত ২৬ জুলাই বাজারে অবস্থানকালে খবর পান তার লাগানো গাছ কেটে ফেলা হচ্ছে। ঘটনাস্থলে গেলে ছাইয়ারা বেগম, হোসাইন আহমেদ (২৫) ও সামুল আহমেদ (৩৫) ধারালো অস্ত্র ও লাঠি নিয়ে তাকে আক্রমণের চেষ্টা চালান। স্থানীয় কয়েকজন গ্রামবাসী উপস্থিত হয়ে সাদেককে রক্ষা করলেও গাছগুলো কেটে নিয়ে যায় অভিযুক্তরা।
পরে মেম্বার ও স্থানীয় মুরব্বিরা বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও ব্যর্থ হন। অভিযোগে আরও বলা হয়, এরপর থেকে প্রায় রাতেই সাদেকের দোকান ও বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হচ্ছে। এতে শিশু সন্তানরা আতঙ্কে ভুগছে।
এছাড়া স্থানীয়রা জানান, অভিযুক্ত পরিবারের কয়েকজন বিদেশে অবস্থান করলেও আর্থিক ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে তারা দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার করে আসছেন। পূর্বেও সরকারি খাল দখলের ঘটনায় সাদেক প্রতিবাদ করায় তিনি নানা হয়রানির শিকার হন।
ঘটনায় কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল আউয়াল বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করা হবে। প্রমাণ মিললে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।