ঢাকাবৃহস্পতিবার , ৪ জানুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

কানাইঘাট মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগে‘র তদন্ত শুরু

rising sylhet
rising sylhet
জানুয়ারি ৪, ২০২৪ ৩:২০ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- সিলেটের কানাইঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর মোহাম্মদের বিরুদ্ধে মাধ্যমিক শিক্ষকদের অভিযোগের তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (৩ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে তদন্ত কার্যক্রম শুরু হয়।

জানা যায়, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদের বিরুদ্ধে অসদাচরণ, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগ এনে গত ১২ ডিসেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ। তাদের অভিযোগের প্রেক্ষিতে জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মোঃ আব্দুল ওয়াদুদকে আহ্বায়ক, কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোখলেছুর রহমান ও জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিনকে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। ৩ সদস্যের তদন্ত কমিটি বুধবার সরেজমিনে তদন্ত করাকালে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের অভিযোগকারী সকল প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট জেলার সভাপতি রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন আহমদ জানিয়েছেন, মাধ্যমিক শিক্ষা অফিসার নুর মোহাম্মদের বিরুদ্ধে আনীত সকল অভিযোগের কথা প্রমাণ সহ তারা তদন্ত কমিটির কাছে জানিয়েছেন এবং তাকে বদলী করার জন্য অনুরোধ করেছেন।

তদন্ত কমিটির প্রধান আবু সাঈদ মোঃ আব্দুল ওয়াদুদ জানান, তিনি অভিযোগকারী শিক্ষকদের লিখিত বক্তব্য নিয়েছেন, তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।