 
মাধবপুরে ব্যাটারি চালিত অটোরিকশায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যাত্রী হেলেনা বেগম (৪০) নিহত হয়েছেন।চালক নূরে আলম (৩৫) গুরুত্ব আহত হয়েছেন। রবিবার (১২ মার্চ) সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর সদরে বাসষ্ট্যান্ড এ ঘটনা ঘটে।
নিহত হেলেনা বেগম মাধবপুর গ্রামের আব্দুল আজিজের স্ত্রী। এসময় ঢাকা সিলেট মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়।
জানা যায়, হেলেনা ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসা শেষে বাস থেকে নেমে অটোরিকশা যোগে বাড়ি ফিরছিলেন। রবিবার সন্ধ্যায় ৬টার দিকে মাধবপুর বাস ষ্ট্যান্ড এলাকায় ঢাকা থেকে সিলেটগামী একটি কাভার্ড ভ্যান যাত্রীবাহী ব্যাটারি চালিত অটোরিকশাকে ধাক্কা দিলে অটোরিকশাটি দুমড়ে মুছড়ে যায়।
যাত্রী হেলেনা ও চালক নূরে আলম গুরুত্ব আহত হন। আশংকাজনক অবস্থায় তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে হেলেনাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাধবপুর থানার এস আই মনিরুল ইসলাম মুন্সী জানান, রবিবার সন্ধ্যায় ৬টার দিকে মাধবপুর বাসষ্ট্যান্ড এলাকায় ঢাকা থেকে সিলেটগামী একটি কাভার্ড ভ্যান যাত্রীবাহী ব্যাটারি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এসময় যাত্রী হেলেনা ও চালক নূরে আলম গুরুত্ব আহত হন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে হেলেনাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ কাভার্ডভ্যানটি আটক করেছে। জানা যায়, হেলেনা ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসা শেষে বাস থেকে নেমে অটোরিকশা যোগে বাড়ি ফিরছিলেন।
 
 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                                                             
                                     
                                     
                                     
                                     
                                 
                                 
                                