ঢাকাসোমবার , ৩ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

কারাগারে থাকা আসামি ও প্রবাসীরাও এবার ভোট দিতে পারবেন: সিইসি

rising sylhet
rising sylhet
নভেম্বর ৩, ২০২৫ ৩:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আগামি জাতীয় নির্বাচনে কারাগারে থাকা আসামি ও বিদেশে অবস্থানরত নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করতে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এবার বিশেষ অ্যাপের মাধ্যমে তারা রেজিস্ট্রেশন করে ভোট দিতে পারবেন।

সোমবার (৩ নভেম্বর) আনসার-ভিডিপির সদস্যদের নির্বাচনকেন্দ্রিক নিরাপত্তা মহড়া ও সমাপনী প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

সিইসি বলেন, “যারা বর্তমানে আইনি হেফাজতে আছেন, তারাও বাংলাদেশের নাগরিক। তাদের ভোটাধিকার নিশ্চিত করতে আমরা প্রযুক্তিনির্ভর ব্যবস্থা নিয়েছি। একইভাবে প্রবাসী নাগরিকরাও এবার ভোটে অংশ নিতে পারবেন।”

তিনি আরও উল্লেখ করেন, “দেশ এখন এক সংকটময় সময় অতিক্রম করছে। বাংলাদেশ কোন পথে এগোবে, তা অনেকটাই নির্ভর করবে আসন্ন নির্বাচনের ওপর।”

নিজের দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে দেখার কথা জানিয়ে নাসির উদ্দিন বলেন, “আমি এই পদকে কেবল রুটিন দায়িত্ব হিসেবে নিচ্ছি না; এটি আমার কাছে একটি মিশন, একটি বড় দায়িত্ব।”

আনসার সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “নির্বাচনে আনসার বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেবল প্রচলিত নিয়মে দায়িত্ব পালন করলে চলবে না; নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় সচেতন হতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে এআই-এর অপব্যবহার ও ভুয়া তথ্য প্রচারের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।