
সিলেটে মহানগর ছাত্রলীগের সদস্য সালমান খান রাজিককে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গত সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌণে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে কতোয়ালী মডেল থানার লামাবাজার পুলিশ ফাঁড়ির একদল সদস্য।
তিনি কোতোয়ালী থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত মামলার (নং ২/৩/৪/২৫) একটি মামলার আসামী।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে তাকে আদালতে তোলা হয়। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. সাইফুল ইসলাম।
সালমান খান রাজিক (১৯) সিলেট মহানগরীর জালালাবাদ থানার পাঠানটুলা আমীর খান রোডের ১৫৪নং বাসার মো. রিয়াজ খান ও সালমা আক্তারের ছেলে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।